সন্দীপ সরকার, কলকাতা: বিশ্বকাপের (ODI World Cup) সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত (Team India)। ট্রফি জয়ের পথে টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় কাঁটা মনে করা হচ্ছে যে দলকে, সেই দক্ষিণ আফ্রিকাকে কলকাতার বুকে দুরমুশ করে দিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।


সেই কলকাতার মাটিতেই এবার প্যাড-গ্লাভস পরে স্টান্স নেবেন ঋষভ পন্থ (Rishabh Pant)? শুরু করে দেবেন বোলার নিধন যজ্ঞ?


সব কিছু ঠিকঠাক চললে কলকাতার বুকেই শুরু হতে চলেছে পন্থের প্রত্যাবর্তনের চূড়ান্ত সফর। বিশ্বকাপের আবহেই তিলোত্তমায় মাঠে নেমে পড়ার কথা রুরকির উইকেটকিপার-ব্যাটারের। দুই কিংবদন্তির কাছে প্রশিক্ষণ নেওয়ার কথা পন্থের।


কলকাতায় চার দিনের প্রস্তুতি শিবিরের আয়োজন করছে দিল্লি ক্যাপিটালস। তবে ইডেন গার্ডেন্সে নয়। সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। ইডেনে এখনও বিশ্বকাপের দুটি ম্যাচ বাকি। শনিবারের পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্য়াচকে তো অলিখিত কোয়ার্টার ফাইনাল বলা হচ্ছে। বাবর আজ়মদের সেমিফাইনাল স্বপ্ন নির্ভর করে রয়েছে ওই ম্যাচের ফলাফলের ওপর। মরণ-বাঁচন সেই ম্যাচ খেলতে ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন বাবর-শাহিন শাহ আফ্রিদিরা। পাকিস্তান সেমিফাইনালে উঠলে এবং সেই ম্যাচ ভারতের বিরুদ্ধে খেলতে হলে ম্যাচটি আয়োজিত হবে ইডেন গার্ডেন্সেই। ১৬ নভেম্বর। বাংলার ক্রিকেটপ্রেমীরা এখন থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ ইডেনে দেখার প্রার্থনা শুরু করে দিয়েছেন।


সেই আবহেই কলকাতায় এসে প্র্যাক্টিসে নেমে পড়ার সম্ভাবনা এমন একজনের, যাঁর সুস্থতা কামনায় গত ১১ মাস ধরে প্রার্থনায় মগ্ন গোটা ক্রিকেটবিশ্ব।


তিনি, ঋষভ পন্থ। গত বছরের ডিসেম্বরে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় জখম হয়ে যিনি মাঠের বাইরে চলে গিয়েছিলেন। অল্পের জন্য প্রাণরক্ষা হয়েছিল পন্থের। তারপর থেকে ডান হাঁটুতে একাধিক অস্ত্রোপচার। সারা শরীরে ক্ষত। শয্য়াশায়ী হয়ে কেটেছে দিন। তবে নাছোড় জেদকে সঙ্গী করে মাঠে ফেরার লড়াই চালিয়ে গিয়েছেন তরুণ উইকেটকিপার। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দীর্ঘ রিহ্যাব হয়েছে। আইপিএলে (IPL) খেলতে পারেননি। একটা সময় বিশ্বকাপে ভারতের অন্যতম প্রধান অস্ত্র মনে করা হয়েছিল যাঁকে, সেই পন্থ টিভিতেই ভারতের ম্যাচ দেখতে বাধ্য হয়েছেন।


তবে হাল ছাড়েননি পন্থ। ব্যাটিং শুরু করেছেন। তিনি কোনওদিন হাঁটাচলা করতে পারবেন কি না, তা নিয়ে যাঁরা আতঙ্কিত ছিলেন, তাঁদের আশ্বস্ত করে উইকেটকিপিংও শুরু করেছেন। এবার মাঠে ফেরার চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার পালা।


দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ। আর রিকি পন্টিং দলের কোচ। গত আইপিএলে ভরাডুবির পর এবার আগাম প্রস্ততিতে নেমে পড়ছে দল। আর সেই ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হচ্ছে কলকাতার মাটি থেকেই। বুধবার, ৮ নভেম্বর থেকে চারদিনের একটি প্রস্তুতি শিবিরের আয়োজন করেছে দিল্লি ক্যাপিটালস।


এখনও পর্যন্ত যা খবর, তাতে সেই শিবিরে থাকবেন পন্থ। তিনি সম্ভবত একদিন পরে, বৃহস্পতিবার থেকে অনুশীলনে নেমে পড়বেন।


সামনেই দীপাবলি। আলোর মালায় সেজে উঠবে গোটা দেশ। আর সেই আবহে দ্রুত মাঠে ফেরার ব্যাপারেও আশার রোশনাই জ্বালিয়ে কলকাতায় নতুন স্টান্স নেওয়ার পথে পন্থ।


আরও পড়ুন: ম্যাথিউজ় নন, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে টাইমড আউট হতেন সৌরভ, অল্পের জন্য রক্ষা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial