সন্দীপ সরকার, কলকাতা: তিনি বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। বাংলার প্রধান নির্বাচকের দায়িত্বও সামলেছেন। যদিও সিএবি কর্তাদের সঙ্গে তাঁর বড় একটা সখ্যতা আছে বলে শোনা যায় না। বরং বারবার বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থার সঙ্গে সংঘাতে জড়িয়েছেন। মতভেদ হওয়ায় বাংলার প্রধান নির্বাচকের পদে ইস্তফা দিয়ে বেরিয়ে গিয়েছিলেন ৮ বছর আগে।


সেই রাজু মুখোপাধ্যায়ের (Raju Mukherji) সঙ্গে কি সিএবি-র (CAB) সম্পর্কের বরফ গলল? সিএবি সূত্রে সেরকমই ইঙ্গিত। বাংলার প্রাক্তন অধিনায়ককে সর্বোচ্চ সম্মান দিতে চলেছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা। আর এ ব্যাপারে উদ্যোগী হয়েছেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। রাজু মুখোপাধ্যায়কে জীবনকৃতি (লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড) দিতে চলেছে সিএবি। আর সেই সম্মান গ্রহণে রাজি হয়ে গিয়েছেন রাজু।


সিএবি সূত্রে খবর, জীবনকৃতি সম্মান কাকে দেওয়া হবে, তা নিয়ে জোরাল আলোচনা শুরু হয়েছিল বেশ কিছুদিন ধরেই। রাজুর নামও সেই তালিকায় ছিল। যদিও সিএবি কর্তারা সংশয়ে ছিলেন, রাজু সেই পুরস্কার নিতে আদৌ রাজি হবেন কি না, তা নিয়ে।


ঘটনা হচ্ছে, বরাবর প্রতিষ্ঠানবিরোধী একটা ভাবমূর্তি রয়েছে রাজুর। তবে ৮ বছর আগের এক ঘটনায় সিএবি-রাজু তিক্ততা আরও বেড়েছিল। ২০১৫ সালের ঘটনা। বাংলার অধিনায়ক তখন মনোজ তিওয়ারি। নির্বাচক প্রধান ছিলেন রাজু। সেই নির্বাচক কমিটির অন্যতম সদস্য সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর খুব একটা সদ্ভাব ছিল বলে শোনা যায় না। বরং বিভিন্ন বিষয়ে মতের অমিল প্রকাশ্যে চলে আসত। সেই মরশুমের মাঝপথে আচমকাই ইস্তফা দিয়ে সরে যান রাজু। যা নিয়ে কম জলঘোলা হয়নি।


তবে জীবনকৃতি সম্মানের ব্যাপারে তাঁকে রাজি করানোর দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস। বিশ্বস্ত সূত্রের খবর, তিনিই সদস্যদের অভয় দিয়ে বলেছিলেন, রাজুর সঙ্গে তিনি নিজে কথা বলবেন। স্নেহাশিসের উদ্যোগেই অবশেষে বরফ গলেছে বলে খবর। জীবনকৃতি সম্মান নিতে রাজি হয়েছেন বাংলার প্রাক্তন অধিনায়ক।


সিএবি যদিও এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করেনি। ২-১ দিনের মধ্যেই অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর জীবনকৃতি সম্মানপ্রাপক হিসাবে রাজুর নাম ঘোষণা করে দেওয়া হবে। মহিলা ক্রিকেটার হিসাবে জীবনকৃতি সম্মান পেতে পারেন শর্মিলা চক্রবর্তী। সব কিছু ঠিকঠাক চললে বর্ষসেরা ক্রিকেটার হতে চলেছেন সুদীপ ঘরামি, বর্ষসেরা বোলার আকাশদীপ। জেন্টলম্যান ক্রিকেটার পুরস্কার পাবেন অনুষ্টুপ মজুমদার।


এখন শুধু ৯ সেপ্টেম্বরের অপেক্ষা। যেদিন ধন ধান্য অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে সিএবি। নচিকেতার গান যে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। আর সেদিনই জীবনকৃতি পাচ্ছেন প্রাক্তন বঙ্গ অধিনায়ক রাজু।


আরও পড়ুন: মেসির গোলে লিগস কাপ জয় ইন্টার মায়ামির, কেরিয়ারের ৪৪ তম ট্রফি জিতলেন আর্জেন্তাইন সুপারস্টার