সন্দীপ সরকার, কলকাতা: ক্রিকেট মাঠের দুই কিংবদন্তি। বাণিজ্যনগরীতে দেখা হয়ে গেল দুজনের।


সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও অনিল কুম্বলে (Anil Kumble)। সোমবার মুম্বইয়ে এক ফ্রেমে জাতীয় দলের দুই প্রাক্তন অধিনায়ক। যে ছবি সামনে আসতেই ভক্তদের মধ্যে কৌতূহল। তাহলে কি বড় কোনও ঘোষণা আসতে চলেছে?


সামনেই আইপিএল (IPL)। যে টুর্নামেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন বিশেষ দায়িত্বে। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট বাংলার সর্বকালের সেরা ক্রিকেটার। আগেও সেই দায়িত্ব সামলেছেন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকাকালীন স্বার্থের সংঘাত এড়াতে দিল্লি ক্যাপিটালসের পদ ছেড়েছিলেন সৌরভ। বোর্ড প্রেসিডেন্ট হিসাবে তিন বছরের মেয়াদ সম্পূর্ণ হওয়ার পর আপাতত বোর্ডে কোনও দায়িত্বে নেই সৌরভ। তাঁর পরিবর্তে বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন রজার বিনি। সৌরভ ফিরেছেন নিজের পুরনো ভূমিকায়। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট পদে।


অন্যদিকে কুম্বলে এখন আইপিএলের সঙ্গে যুক্ত নন। গত মরসুম পর্যন্ত তিনি পাঞ্জাব কিংসের কোচ ছিলেন। তার আগে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরেও ছিলেন কুম্বলে। কিন্তু কিংবদন্তি লেগস্পিনারকে সরিয়ে ট্রেভর বেলিসকে আসন্ন মরসুমের জন্য কোচ করেছে প্রীতি জিন্টার দল। তারপর ফাঁকাই রয়েছেন কুম্বলে।


সৌরভ-কুম্বলেকে এক ফ্রেমে দেখে অনেকে উৎসুক হয়ে পড়েন, তাহলে কি নতুন কোনও ভূমিকায় দেখা যাবে এই জুটিকে? একটা সময় অধিনায়ক হিসাবে দলের সেরা স্পিনার কুম্বলেকে দিয়ে প্রতিপক্ষ ব্যাটিং লাইন আপে ধস নামাতেন সৌরভ। পরে সৌরভের উদ্যোগে জাতীয় দলের কোচ হিসাবে নিযুক্ত হয়েছিলেন কুম্বলে। ফের কি ম্যাজিক দেখাবে দাদা-জাম্বো জুটি?


সৌরভ ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেল, দুই কিংবদন্তির সাক্ষাৎ ক্রিকেটীয় কারণে নয়। সৌরভের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য বলছিলেন, 'দাদার সঙ্গে অনিল কুম্বলের দেখা হরয়েছে মুম্বইয়ে। সোমবার দুজনের একটা বাণিজ্যিক কাজ চলছে। একটি বিজ্ঞাপনী শ্যুটিং করছেন দুজনে। সেই কারণেই মুম্বইয়ে রয়েছেন দাদা ও কুম্বলে।'


কয়েকদিন আগেই গোয়ার বেড়াতে গিয়েছিলেন কুম্বলে। তিনি একা নন, সঙ্গে ছিলেন ভারতীয় ক্রিকেটের আরও দুই নক্ষত্র। সচিন তেন্ডুলকর ও যুবরাজ সিংহ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সচিন। মাস্টার ব্লাস্টার উস্কে দিয়েছিলেন দিল চাহতা হ্যায় স্মৃতি। আমির খান, সেফ আলি খান ও অক্ষয় খন্নার সুপারহিট সিনেমার মতোই যেন দেখাচ্ছিল ক্রিকেটার ত্রয়ীকে। সচিন লিখেছিলেন, আমাদের মধ্যে কাকে দিল চাহতা ছবির কোন চরিত্র বলে মনে হচ্ছে?


গোয়া সফর সেরেই মুম্বইয়ে গিয়েছেন কুম্বলে। আপাতত দাদার সঙ্গে শ্যুটিংয়ে ব্যস্ত সর্বকালের অন্যতম সেরা বোলার।


আরও পড়ুন: আইপিএল শুরুর আগেই উদ্বেগে কোহলিদের আরসিবি, ছিটকে যেতে পারেন ইংরেজ তারকা?