কলকাতা: ক্রিকেট মাঠে তাঁর ক্ষুরধার মস্তিষ্ক ভারতকে বহু ম্য়াচ জিতিয়েছে। দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এবার মাঠের বাইরের যুদ্ধেও বারবার সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে তাঁকে। প্রতিপক্ষের নাম কখনও অতিমারি করোনা, কখনও ঘূর্ণিঝড় আমফান বা ইয়াস। কখনও ত্রাণ পাঠাচ্ছেন, অক্সিজেন কনসেনট্রেটর দান করছেন, কখনও আবার করছেন ভ্যাকসিনেশনের ব্যবস্থা।
সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ফের দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালেন। তবে কলকাতায় নয়, এবার উত্তরবঙ্গে। শিলিগুড়ির চা বাগানের অস্থায়ী শ্রমিক ও লুপ্তপ্রায় ধীমাল জনজাতির পাশে দাঁড়িয়ে তাঁদের খাবারের ব্যবস্থা করলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট।
শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা করোনা কালে গত বছর থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। সেই সংস্থা যাঁরা চালান, তাঁরা সম্প্রতি জানতে পারেন যে, সৌরভ বিভিন্নভাবে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তখনই তাঁরা যোগাযোগ করেন তাঁর সঙ্গে। সাহায্যের আবেদন জানান। হতাশ করেননি সৌরভ। দুঃস্থ মানুষের খাবারের খরচ দিয়েছেন।
শিলিগুড়ির ওই সংস্থার অন্যতম কর্ণধার যীশু দত্ত এবিপি লাইভকে বললেন, 'গোটা দেশে লুপ্তপ্রায় ধীমাল জনজাতির ৯২০ জন রয়েছেন। আমরা কমিউনিটি কিচেনের মাধ্যমে তাঁদের খাবারের ব্যবস্থা করছি। একটি কমিউনিটি কিচেনের উদ্বোধন করেছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য ও মাটিগাড়া নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার। দ্বিতীয় কিচেনের উদ্বোধন করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দ বর্মন। নকশালবাড়ি ব্লকের মধ্যে ঘুরে ঘুরে কমিউনিটি কিচেন করছি। বাচ্চাদের প্যাকেটে করে খাবার দেওয়া হচ্ছে। এলাকায় কেউ করোনা আক্রান্ত হলে তাঁর বাড়িতে চাল, ডাল, তেল, নুন, ডিম ইত্যাদি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি চা বাগানের অস্থায়ী শ্রমিকদের বাড়ি খাদ্যসামগ্রী, নিত্য়প্রয়োজনীয় দ্রব্যাদি ও স্যানিটাইজার এবং মাস্ক বিলি করা হচ্ছে।'
যীশু জানালেন, সৌরভ গঙ্গোপাধ্যায় করোনা পরস্থিতিতে অভাবী মানুষদের সাহায্য করছেন শুনে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। বললেন, 'ওঁর সঙ্গে যোগাযোগ করতেই কমিউনিটি কিচেনের খাবারের খরচ কিছুটা দিয়েছেন। সোমবার আবারও দেবেন বলে কথা দিয়েছেন।' কমিউনিটি কিচেনে প্রত্যেক দিন সাড়ে তিনশো মানুষের খাবারের ব্য়বস্থা করা হচ্ছে। মেনুতে থাকছে ভাত, ডাল, আলুসিদ্ধ ও মাংস। এবার সৌরভকে পাশে পেয়ে উচ্ছ্বসিত উদ্যোক্তারা।