নয়াদিল্লি: ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুরোধে টোকিও অলিম্পিকে শুভেচ্ছাদূত হিসেবে ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে যাবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি নিজেই এই খবরের সত্যতা স্বীকার করেছেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, তিনি অলিম্পিকের সময় জাপানে যাবেন।


কয়েকদিন আগে সৌরভকে চিঠি দেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব  রাজীব মেহতা। সেই চিঠিতে তিনি লেখেন, ‘আমাদের আশা, টোকিও অলিম্পিকে ১৪-১৬টি ডিসিপ্লিনে ভারত থেকে ১০০-২০০ জন অ্যাথলিট যোগ দেবেন। ভারতের অলিম্পিক দলে যেমন অভিজ্ঞ অ্যাথলিটরা থাকবেন, তেমনই এবার অনেকের অভিষেক হবে। আপনি কোটি কোটি মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা। একজন প্রশাসক হিসেবে আপনি সবসময় তরুণ প্রতিভা বিকাশের সুযোগ দিয়েছেন। আশা করি টোকিও অলিম্পিক গেমস ২০২০-তে ভারতীয় দলের সঙ্গে আপনার উপস্থিতি তরুণ অ্যাথলিটদের মনোবল বাড়াবে। এটা ভারতে অলিম্পিক আন্দোলনের শক্তি বাড়াবে। আশা করি আপনি টোকিও অলিম্পিকে ভারতীয় দলকে সমর্থন জানাবেন।’

২০১৬ রিও অলিম্পিকে ভারতীয় দলের সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর, অভিনব বিন্দ্রা, সলমন খান ও এ আর রহমান।