কলকাতা: মোনা ডার্লিং... শত্রুঘ্ন অভিনীত সুপারহিট সিনেমা কালীচরণে (Kalicharan) খলনায়ক অজিত খানের সেই হাড় হিম করা কণ্ঠ। হিন্দি সিনেমার ইতিহাসে অমর হয়ে রয়েছে এই সংলাপ।
কিন্তু সেই সংলাপ আওড়াচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)! শুনলে যে কেউ চমকে উঠবেন যে!
যদিও কল্পনা নয়, রীতিমতো বাস্তব ঘটনা। ঘটিয়ে ফেলেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
গায়ে ক্রিম রংয়ের সাফারি স্যুট। সঙ্গে একই রংয়ের ব্লেজার। গদি আঁটা চেয়ারে বসে রয়েছেন কিংবদন্তি ক্রিকেটার। তবে চেহারা দেখলে চমকে উঠতে হয়। ভারতের ক্রিকেটপ্রেমীরা যে সৌরভের এই রূপ কখনও দেখেননি। চোখে রঙিন চশমা। পা তুলে দিয়েছেন সামনে রাখা টি টেবিলের ওপরে। পাশে দাঁড়ানো মহিলাকে সৌরভ বলছেন, 'মোনা ডার্লিং, সোনা কোথায়?'
এ যে পুরো সত্তরের দশকের হিন্দি সিনেমা। যেখানে খলনায়ক স্যুটেড-ব্যুটেড হতেন। সঙ্গে থাকতেন এক মহিলা অধঃস্তন। ধুরন্ধর খলনায়কের ধোপদুরস্ত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। যাঁর কাজই হতো খলনায়কের সমস্ত ব্যবসার গোপন নথি নিজের কাছে রাখা।
সৌরভের এই লুক দেখে সোশ্যাল মিডিয়ায় সকলে হতবাক। জোর জল্পনা চলছে, তাহলে কি সিনেমায় নামছেন সৌরভ?
এমনিতেই সৌরভের বায়োপিক নিয়ে হইচই হচ্ছে। স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। সৌরভের ভূমিকায় কাকে দেখা যাবে, তা নিয়ে জল্পনার শেষ নেই। সৌরভ ঘনিষ্ঠরা বলছেন, চলতি বছরই শুরু হয়ে যাবে মহারাজের বায়োপিকের শ্যুটিং।
কিন্তু এ যে রীতিমতো সত্তরের দশকের লুক। তাহলে কি অন্য কোনও সিনেমায় অভিনয় করছেন সৌরভ?
খোঁজ নিয়ে জানা গেল, না। এটা বিজ্ঞাপনী চমক। একটি সংস্থার বিজ্ঞাপনের কাজে আপাতত মুম্বইয়ে রয়েছেন সৌরভ। সেখানেই তাঁর শ্যুটিংয়ের কাজ চলছে। সৌরভের আপ্ত সহায়ক-সহ পুরো দলই রয়েছে মুম্বইয়ে। গোটা শ্যুটিং পর্ব নিয়ে বেশ উৎসাহী সকলে। বিশেষ করে দাদার নতুন লুক দেখে প্রশংসায় ভরাচ্ছেন অনেকে।
মুম্বইয়ে গিয়ে শুক্রবার মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে দেখা হয়ে গিয়েছিল সৌরভের। তাঁদের ছবিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির অভিষেক হয়েছিল সৌরভের নেতৃত্বে। একটা সময় ধোনিকে দলে চেয়ে সওয়াল করেছিলেন সৌরভ। পরে অবশ্য দুজনের সম্পর্ক নিয়ে নানারকম জল্পনা ছড়ায়। সৌরভ-সহ সিনিয়র ক্রিকেটারদের দল থেকে বাদ পড়ার নেপথ্যে অনেকে ধোনির দিকে আঙুল তুলেছিলেন। যদিও মুম্বইয়ে দুই মহাতারকার ছবি দেখে সকলে আপ্লুত।
এবং হাসিমুখে কথা বলতে দেখা যায় দুই কিংবদন্তি অধিনায়ককে।
আরও পড়ুন: ABP Exclusive: রঞ্জি ট্রফির সেমিফাইনাল 'ঘরের মাঠে' খেলতে পারে বাংলা!