কলকাতা: সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) বিপর্যয়ের ক্ষত এখনও টাটকা। গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে।


সেই ভারতই রবিবার ইডেনে (Eden Gardens) নিউজিল্যান্ডকে ৭৩ রানে দুরমুশ করে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল। মাঠে ভারতীয় ক্রিকেটারদের হাঁটাচলা, কথাবার্তাতেও যেন ঠিকরে বেরচ্ছে আত্মবিশ্বাস।


কোন মন্ত্রে এই ভোলবদল? অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) দায়িত্ব নেওয়ার পর কীভাবে মাত্র ১৫ দিনের মধ্যে বদলে গেল গোটা একটা দলের চেহারা?


ইডেনে নিউজিল্যান্ডকে হারিয়ে ওঠার পর টি-টোয়েন্টি দলে বিরাট কোহলির স্থলাভিষিক্ত রোহিতের কাছে জানতে চেয়েছিল এবিপি লাইভ। রোহিত বলেন, 'আমরা প্রত্যেক ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছি। সকলকে ভরসা দিয়েছি। যারা একাদশে আছে, যারা প্রথম একাদশের বাইরে, সকলকে বুঝিয়েছি যে, নির্ভয়ে খেলো। কারণ সফল হোক বা ব্যর্থ, সকলে দলের জন্যই খেলে। তাই দু-এক ম্যাচে ব্যর্থ হলে কাউকে বাদ দেওয়া হবে না। এই সমর্থনটা সকলের দরকার ছিল।'


দলের পরিবর্তনটা যে শুধু মানসিকতায় হয়েছে, বুঝিয়ে দিয়েছেন রোহিত। বলেছেন, 'আমরা সদ্যই দায়িত্ব পেয়েছি। দলে প্রতিভার অভাব নেই। সবাই সেরা মঞ্চে খেলে সুযোগ পেয়েছে। দরকার ছিল শুধু সমর্থনের। আমরা সেই আশ্বাসটাই ক্রিকেটারদের দিয়েছি। কারণ, দিনের শেষে সকলের লক্ষ্যটা এক। সকলে মিলেই সাফল্য পেয়েছি।'


কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার যুগলবন্দি দেখার অপেক্ষায় ছিল ইডেন জনতা। ইডেন অভিষেকে অন্তত সেই জুটি দেখিয়ে দিল যে, সাহসী ক্রিকেট খেলতে পিছপা হবে না। শিশির আতঙ্কের জন্য যেমন বছরের এই সময় উপমহাদেশে টি-টোয়েন্টি ম্যাচে যে কোনও দলের অঙ্ক হল, টস জেতো আর প্রথমে ফিল্ডিং করে নাও। যাতে করে পরের দিকে ভেজা বল গ্রিপ করতে গিয়ে বোলাররা সমস্যায় না পড়ে। বরং শুরুতে ফিল্ডিং করে নাও। আর পরের অর্ধে প্রতিপক্ষ বোলারদের শিশির-সমস্যাকে কাজে লাগাও। কারণ, শিশির পড়া মানে শুধু যে বলই পিচ্ছিল হবে তাই নয়, পিচে পড়ে ব্যাটে আসবেই দ্রুত গতিতে। ফলে শট খেলার সুবিধা হবে ব্যাটারদের।


কিন্তু রোহিত শর্মা টস জিতে ব্যাটিং নিলেন। এবং সাফ জানালেন, তিনি কঠিন পরিস্থিতিতে দল কেমন খেলে, তা দেখে নিতে চান।


অধিনায়কের সেই আস্থারই মর্যাদা দিলেন ক্রিকেটারেরা। দেখিয়ে দিলেন, পিঠে আশ্বাসের হাত রাখা হলে সমস্ত প্রতিকূলতা জয় করতে তৈরি তাঁরা। লম্বা দৌড়ের জন্য প্রস্তুত রোহিতের টিম ইন্ডিয়া।