মুম্বই: প্রত্যাশা অনেক থাকলেও বক্স অফিসে সাফল্য পেল না রণবীর কপূরের (Ranbir Kapoor) 'শামশেরা' (Shamshera)। মুক্তি পাওয়ার দিন ১০ কোটির সামান্য বেশি টাকা বক্স অফিস কালেকশন হলেও, যত দিন এগিয়েছে, তত মুখ থুবড়ে পড়েছে। ছবির ব্যর্থতা নিয়ে আগেই মুখ খুলেছেন পরিচালক কর্ণ মলহোত্র। আর এবার মুখ খুললেন অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। যাঁকে এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।


'শামশেরা'র ব্যর্থতা প্রসঙ্গে সঞ্জয় দত্ত-


বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, 'শামশেরা' ছবিটি তৈরি করতে ১৫০ কোটি টাকা খরচ হয়েছে। আর প্রথম সপ্তাহের শেষে কম-বেশি ৪০ কোটি টাকা বক্স অফিস কালেকশন হয়েছে। যশরাজ ফিল্মসের এই ছবিকে ঘিরে প্রত্যাশা অনেক ছিল। আশা করা গিয়েছিল যে, যশরাজ ফিল্মসের আগের দুটি ছবির তুলনায় কিছুটা আলাদা হতে চলেছে 'শামশেরা'। দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরেছেন রণবীর কপূর। তাই অভিনেতার অনুরাগী থেকে নির্মাতারা প্রত্যেকেই ছবিটিকে নিয়ে আশাবাদী ছিলেন। সম্প্রতি সঞ্জয় দত্ত 'শামশেরা'র ব্যর্থতা নিয়ে লেখেন, 'একটা ছবি তৈরি হয় অভিনয়ের প্যাশন থেকে। গল্প বলার প্যাশন। যে চরিত্রগুলোকে আপনারা কখনও দেখেননি, তাঁদের বাস্তব জীবনের কাছে তুলে ধরার। 'শামশেরা' এমনই একটি পরিশ্রম যা আমরা করেছি। এটা এমনই একটা ছবি যা তৈরি হয়েছে রক্ত, ঘাম, চোখের জল দিয়ে। এটা একটা স্বপ্ন যা আমরা পর্দায় দেখিয়েছি। ছবি তৈরি হয় দর্শকদের জন্য। আর প্রতিটা ছবিই নিজের দর্শক খুঁজে পায়। কখনও তা তাড়াতাড়ি, কখনও তা দেরিতে।'


আরও পড়ুন - Dunki: 'ডাঙ্কি' ছবির সেট থেকে শাহরুখ-তাপসীর ফার্স্ট লুক ফাঁস


ছবির ব্যর্থতা প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে পরিচালক কর্ণ মলহোত্রকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সঞ্জয় দত্ত। তিনি জানিয়েছেন যে, কর্ণ মলহোত্র তাঁর কাজ করা সেরা পরিচালকদের মধ্যে অন্যতম। সঞ্জয় দত্ত আরও লিখছেন, 'বহু মানুষের কাছ থেকে প্রতিক্রিয়া হিসেবে ঘৃণা পেয়েছে 'শামশেরা'। এই ঘৃণা তাঁদের থেকে এসেছে, যাঁরা ছবিটাই দেখেননি। আমার ভাবতেই ভয়ঙ্কর লাগছে যে, মানুষ কীভাবে পরিশ্রমকে শ্রদ্ধা না জানাতে পারে। ছবি নির্মাতা হিসেবে কর্ণর প্রশংসা না করে পারছি না। এর সঙ্গে ও যেমন মানুষ, তারও প্রশংসা করছি। আমার দেখা সেরা পরিচালকদের মধ্যে একজন ও। গত চার দশকে আমার দীর্ঘ কেরিয়ারে আমি যাঁদের সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্যে ও সেরা একজন। 'অগ্নিপথ'-এ কাঞ্চা চিন্নাকে যেভাবে পর্দায় তুলে ধরেছিলাম, তারপর 'শামশেরা'তেও ও আমার উপর ভরসা করেছিল। সেই একই পরিশ্রম দিয়ে শুদ্ধ সিংহকে পর্দায় নিয়ে আসতে চেয়েছিলাম। সাফল্য, ব্যর্থতা ছাড়াই কর্ণ আমার পরিবারের মতো। সবসময়ই ওর সঙ্গে কাজ করতে গর্ববোধ করি। আমি সবসময় ওর পাশে আছি।' শেষে গানের লাইন ধরে সঞ্জয় দত্ত লেখেন, 'কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কহেনা...'