নয়াদিল্লি: ২০২৩ সালে জানুয়ারি মাসে শুরু হওয়ার কথা দক্ষিণ আফ্রিকার নতুন ফ্রাঞ্চাইজি লিগের (CSA T20 league)। জানুয়ারি-ফেব্রুয়ারি দুই মাস ধরে চলবে এই টুর্নামেন্ট। এখনও টুর্নামেন্টের জন্য বেশ খানিকটা সময় বাকি থাকলেও, এখন থেকেই তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।
পাঁচ তারকাকে সই
এই নতুন লিগের ছয়টি দলই কিনেছেন আইপিএলের কোনও না কোন ফ্রাঞ্চাইজির কর্ণধার। তাই নতুন লিগে আইপিএল কাঁপানো বেশ কিছু বিদেশিদের দেখার অপেক্ষায় রয়েছে ভারতীয় জনগণ। লিগের কেপ টাউন ফ্রাঞ্চাইজি কিনেছে মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মুম্বইয়ের অনুকরণেই ফ্রাঞ্চাইডির নামও রাখা হয়েছে এমআই কেপ টাউন (MI Cape Town)। বুধবারই (১০ অগাস্ট) খেলোয়াড়দের সরাসরি সই করার শেষ দিনে বেশ চমক দিল মুম্বইয়ের 'সিস্টার' দল।
একসঙ্গে নামক এক দুই নয়, একেবারে পাঁচ পাঁচজন তারকাকে সই করিয়ে ফেলেল এমআই কেপ টাউন। কারা তাঁরা? পাঁচজনের সকলেই আইপিএল অনুরাগীদের কাছে অত্যন্ত পরিচিত মুখ। এই তারকারা হলেন দুই ইংল্যান্ড অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, টি-টোয়েন্টি মহাতারকা রশিদ খান, প্রোটিয়া দলের তারকা বোলার কাগিসো রাবাডা এবং উঠতি প্রোটিয়া ব্যাটার তথা এ মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলা ডেওয়াল্ড ব্রেভিস। এমআই কেপ টাউনের তরফে এই পাঁচ তারকাকে সই করার কথা সরকারিভাবে ঘোষণাও করে দেওয়া হয়েছে।
কর্ণধারের বিবৃতি
আকাশ আম্বানি এই বিষয়ে জানান, 'ডিরেক্ট খেলোয়াড় সই করার মাধ্যমে আমরা এই দলে এমআইয়ের দর্শন তৈরি করার দিকে প্রথম ধাপটা নিয়ে ফেলেছি। এই কয়েকজন খেলোয়াড়দের কেন্দ্র করেই বাকি দলটা গঠন করা হবে। আমি রশিদ, কাগিসো, লিয়াম, স্যামকে স্বাগত জানাতে পেরে অভিভূত এবং ডেওয়াল্ড আমাদের এই সফরেও আমাদের সঙ্গে থাকায় উচ্ছ্বসিত।' প্রসঙ্গত, খবর অনুযায়ী জোহানেসবার্গের হয়ে সুপার কিংসের দলে খেলতে দেখা যাবে ফাফ ডু প্লেসিকে। পাশাপাশি মঈন আলিকেও মার্কি খেলোয়াড়দের তালিকা থেকে সরাসরি দলে নিয়েছে সুপার কিংস।