কলকাতা: টি-টোয়েন্টি বা ওয়ান ডে ক্রিকেটের অন্যতম সেরা মনে করা হতো তাঁকে। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। সেই সুরেশ রায়না (Suresh Raina) মাঠে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন। যা শুনে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা।
ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ফিরতে চলেছেন সুরেশ রায়না। ভারতের হয়ে ওয়ান ডে বিশ্বকাপজয়ী রায়নাকে দেখা যাবে আবু ধাবি টি-১০ লিগে। এই লিগে খেলার জন্য গতবারের চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুরন্ত সব ম্যাচ উইনিং ইনিংস রয়েছে রায়নার। তাঁকে মিস্টার আইপিএল বলা হতো। এবার তিনিই টি-১০ লিগের মাঠ মাতাবেন।
সেপ্টেম্বরে আইপিএল ও ঘরোয়া ক্রিকেট-সহ সমস্ত ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রায়না। আর সেই কারণেই বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর খেলার বিষয়ে আর কোনও বাধা ছিল না। আমিরশাহির টি-১০ লিগের ডেকান গ্ল্যাডিয়েটর্স তাদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে রায়নার চুক্তির বিষয়টি জানিয়েছে। লেখা হয়েছে, ‘বিশ্বকাপজয়ী সুরেশ রায়না টিম গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। সাদা বলের ক্রিকেটে ভারতের অন্যতম সেরা ক্রিকেটার। আবু ধাবি টি-১০ লিগে প্রথম বার খেলবেন রায়না’।
ভারতের হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রায় ১৩ বছর ক্রিকেট খেলেছেন রায়না। ১৮ টি টেস্ট ম্যাচ খেলার পাশাপাশি ২২৬ টি ওয়ান ডে এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচও তিনি খেলেছেন ভারতের হয়ে। ওয়ান ডে ক্রিকেটে ৩৫.৩১ গড়ে তাঁর সংগ্রহ ৫৬১৫ রান। সর্বোচ্চ স্কোর অপরাজিত ১১৬। ওয়ান ডে ফর্ম্যাটে রায়নার মোট পাঁচটি শতরান রয়েছে। পাশাপাশি রয়েছে ৩৬টি অর্ধশতরান।
টি-২০-তে ভারতের হয়ে ২৯.১৮ গড়ে তিনি করেছেন ১৬০৫ রান। তাঁর সর্বোচ্চ স্কোর ১০১। এ ছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান। টেস্টে ২৬.৪৮ গড়ে তিনি করেছেন ৭৬৮ রান। আইপিএলে তিনি খেলেছেন মোট ২০৫টি ম্যাচ। যেখানে ৩২.৫২ গড়ে ৫৫২৮ রান করেছেন রায়না। স্ট্রাইক রেট ১৩৬.৭৬। সর্বোচ্চ স্কোর ১০০। এ ছাড়াও প্রথম শ্রেণীর ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। সেখানে ৪২.১৫ গড়ে তাঁর ঝুলিতে রয়েছে ৬৮৭১ রান। এবার নতুন ইনিংস শুরু করার অপেক্ষায়।
আরও পড়ুন: আজ বিশ্বকাপে শাকিবদের বিরুদ্ধে নামছে ভারত, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?