নয়াদিল্লি: ক্যামেরার মুখোমুখি হওয়া, ২২ গজে বিশ্বের সবথেকে দ্রুততম বোলারের সামনে ব্যাট করার থেকেও বেশি চ্যালেঞ্জিং, এমনই মন্তব্য করলেন ‘ক্রিকেটের ঈশ্বর’ সচিন তেন্ডুলকর।

সম্প্রতি মুক্তি পেতে চলেছে সচিনে জীবনী অবলম্বনে তৈরি বায়োপিক। সেখানে প্রথম অভিনয় করতে দেখা যাবে মাস্টার ব্লাস্টারকে। ছবিটি পরিচালনা করছেন ব্রিটিশ পরিচালক জেমস্ এরস্কিন। ছবির প্রচারে সচিন বলেন, ক্যামেরার সামনে অভিনয় করার থেকে দুনিয়ার সবথেকে দ্রুততম বোলারের সামনে ব্যাট করা অনেক সহজ।

অনুষ্ঠানে তিনি বলেন, তাঁর পক্ষে ক্যামেরার সামনে দাঁড়ানোটাও বেশ কঠিন। এর থেকে ক্রিকেটের ময়দান অনেক সহজতম ‘অপশন’ তাঁর কাছে। সচিন বলেন, অভিনয়ের কথা স্বপ্নেও ভাবতে পারেন না তিনি। অভিনয় যে ক্রিকেট অপেক্ষা অনেক বেশি চ্যালেঞ্জিং, এনিয়ে তাঁর কোনও সন্দেহই নেই।।