টোকিও: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। জাপানের দক্ষিণ-পশ্চিমে মধ্য ক্যুশু, কুমামতো-এ অনুভূত হয় কম্পন। তীব্রতা ছিল ৬.৪।

ভূমিকম্পের জেরে জারি হয়নি সুনামির সর্তকতা। জাপান আবহাওয়া দফতর জানিয়েছে, ভূকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।