ঢাকা: একজন জনপ্রিয় অভিনেতা। আর একজন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক। চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) সঙ্গে দেখা হয়ে গেল মাশরাফি বিন মুর্তজার (Mashrafe Mortaza)। আবেগে ভাসলেন ভিন্ন জগতের দুই তারকা। ছবি তুললেন একসঙ্গে। চঞ্চল সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। মুহূর্তে তা ভাইরাল হয়ে গেল।
মুর্তজার সঙ্গে ছবি পোস্ট করে চঞ্চল লিখেছেন, 'এইতো সেদিন এয়ারপোর্টে হঠাৎ দেখা। ‘ভাই আমার’ বলে জড়িয়ে ধরা…..। অনেক বেশি আপন করে নেয় এই মানুষটা। এই তো আমাদের ক্যাপ্টেন ম্যাশ…..। মাশরাফি বিন মুর্তজা'।
ইংল্যান্ডকে ৩-০ হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ (Bangladesh vs England)। আর ঐতিহাসিক জয়ের পর নিজেদের সামনে আরও বড় লক্ষ্য সাজিয়ে দিচ্ছেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)।
বাংলাদেশের অধিনায়ক চান, তাঁর দল এশিয়ার সেরা ফিল্ডিং টিমের স্বীকৃতি পাক। সেই লক্ষ্য থেকে তাঁরা খুব একটা দূরে নন বলেও জানিয়েছেন শাকিব। তাঁর মতে, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বাংলাদেশের ফিল্ডিং তফাত গড়ে দিয়েছে। মঙ্গলবার মীরপুরে ১৫৮/২ স্কোরের পুঁজি নিয়ে ইংরেজদের হারিয়েছে বাংলাদেশ। যে সাফল্যের নেপথ্যে রয়েছে বাংলাদেশের ঝকঝকে ফিল্ডিংও। এই প্রথম ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
শাকিব বলেছেন, 'এই তিন ম্যাচে আমাদের ফিল্ডিং সবাই দেখেছে। ইংল্যান্ডকে এই বিভাগে আমরা অনকে পিছনে ফেলেছি। ইংল্যান্ডের ফিল্ডিংও ভাল। তবে আমরা প্রচুর উন্নতি করেছি। সব দিক বিচার করলে আমি সেটাই বলব।' তিনি যোগ করেছেন, 'আমাদের সব সময় ভাল ফিল্ডিং করা উচিত। আমাদের লক্ষ্য হল এশিয়ার সেরা ফিল্ডিং দল হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করা। এই পারফরম্যান্সের পর আমরা খুব একটা পিছিয়ে নেই।'
ঢাকায় এদিন শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে ওপেনে নেমেছিলেন লিটন দাস ও রনি তালুকদার। ৫৭ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন লিটন। নিজের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান ডানহাতি তরুণ বাংলাদেশি ব্যাটার। রনি ২৪ রান করে ফেরেন। নাজমুল হোসেন শান্ত ৩৬ বলে ৪৭ রানের ইনিংস খেলেন। ১টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে বোর্ডে ১৫৮ রান তুলে নেয় বাংলাদেশ।