মুম্বই: বিরাট কোহলির (Virat Kohli) জনপ্রিয়তা কতটা, তা কারও অজানা নয়। সোশ্যাল মিডিয়ায় (social Media) কোটি কোটি ফলোয়ার। ইনস্টাগ্রামেও (Instagram) সর্বাধিক ফলোয়ার যে ২০ সেলিব্রিটির তার মধ্যেও কোহলি রয়েছেন। ফিটনেস ফ্রিক, বরাবর ফোকাস। ২২ গজের বিশ্বমঞ্চে সবচেয়ে বড় তারকা তিনি। অসংখ্য সুন্দরী রমণী বিরাটের গুণমুগ্ধ ভক্ত। এবার সংখ্যাটা আরও একটু বাড়ল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বর্ষা বল্লামমা জানিয়েছেন যে, তাঁর প্রথম সেলিব্রিটি ক্রাশ বিরাট। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শেয়ার করেছেন বিরাটের ছবি। তিনি বিরাটের প্রতি তাঁর ভালবাসা ব্যক্ত করেছেন। তিনি তাঁর একটি টি-শার্টের ছবিও শেয়ার করেছেন। সেই অভিনেত্রী বিরাট কোহলিকে সেরা ক্রিকেটার বলেছেন। বর্ষার বার্তা কি শুনতে পাচ্ছেন বিরাট?
তিনি বলেছেন, ''আমার ক্রাশ বিরাট কোহলি। আমি স্কুলের সময় থেকেই ওকে খুব পছন্দ করি। সেই সময় ওর জন্য একটি জার্সির ছবি এঁকেছিলাম। ছোট ছিলাম। তাই কিছু বোকা বোকো কথাও লিখে ফেলেছিলাম। সংবাদপত্র থেকে ওঁর ছবি কেটে নিজের কাছে সংগ্রহ করে রাখতাম।'' সম্প্রতি বিগিল নামের একটি ছবিতে ১৮ নম্বর জার্সি পরেছিলেন বর্ষা। এটি যে বিরাটের প্রতি ভালবাসা ব্যক্ত করতেই তা বোঝাতে চেয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিরাট-অনুষ্কা। ত ( ২০১৬ সালে জল্পনা ছড়িয়ে পড়ে যে, বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সম্পর্কে ভাঙন ধরেছে। ঠিক কী কারণে দুই তারকা দুই পৃথক পথে এগনোর সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা নিয়ে বিরাট বা অনুষ্কা কখনওই মুখ খোলেননি। কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বিয়ে করা নিয়ে মতবিরোধ হয়েছিল দুজনের।
জানা যায়, ২০১৬ সালে অনুষ্কাকে বিয়ের প্রস্তাব দেন কোহলি। কিন্তু দ্বিধায় পড়ে যান সেই সময় বলিউডে নিজের জায়গা পাকা করার লড়াইয়ে থাকা অনুষ্কা। সেই থেকেই মতভেদ। এবং তা থেকেই নাকি দুজনে সিদ্ধান্ত নেন সম্পর্কে ইতি টানার। শোনা যায়, এই পরিস্থিতিতে মুশকিল আসান হয়ে হাজির হন শাহরুখ খান। তাঁর মধ্যস্থতাতেই নাকি জট কাটে।