কলকাতা: এই ছবির জন্য একদিকে যেমন অপেক্ষা করছিলেন দর্শকেরা, তেমনই অপেক্ষা করছিলেন তিনি নিজেও। প্রযোজক হিসেবে এটা তাঁর প্রথম ছবি। আর তাই, এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক আবেগ। এবার দর্শকদের সামনে তিনি প্রকাশ্যে আনলেন সেই ছবিরই প্রথম ঝলক। মুক্তি পেল অঙ্কুশ হাজরা (Ankush Hazra)-র ছবি 'মির্জা' (Mirza)-র প্রথম ঝলক। 


এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন অঙ্কুশ। এছাড়াও রয়েছেন ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। এই ছবি যে মূলত অ্যাকশনধর্মী হবে সেই হদিশ আগেই দিয়েছিলেন অঙ্কুশ। সদ্য মুক্তি পাওয়া টিজারেও দেখা গেল সেটাই। তবে কেবল অঙ্কুশ নয়, ট্রেলারে দেখা গেল এক দল শিশুকেও। তারাও রয়েছেন মিনিট দুয়েকেট টিজার জুড়েই রইল অ্য়াকশন। আর সংলাপ থেকে শুরু করে দৃশ্যায়ণ.. এই সবই যে দর্শকদের প্রত্যাশা বাড়াল এই কথা বলাই যায়। 


সুমিত ও সাহিল পরিচালিত 'মির্জা' আসছে চলতি বছরেই। গুলির শব্দ, রক্তে মাখা চশমা, বোতল ও মাদক দ্রব্য দিয়ে শুরু টিজার। 'অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স' ও 'বিগ স্ক্রিন প্রোডাকশন' নিবেদিত এই ছবিতে দেখা যাবে একদল কচিকাঁচাকে। প্রত্যেকের চোখের আগুন। 'সে কোনও রাজা নয় কিন্তু সে শাসন করবে।' তার সঙ্গে দেখা করতেই তৈরি হতে হবে দর্শককে। 'মির্জা' ছবির নাম ভূমিকায় অবশ্যই অঙ্কুশ হাজরা। চোখে গাঢ় কাজল, অ্যাভিয়েটর ফ্রেমের চশমা, মুখভর্তি দাড়ি গোঁফ। এই লুকও আগেই দেখা গিয়েছিল। এবার তা আরও ভাল করে দেখা গেল টিজারে। চশমা দেখে এক ঝলক 'রইজ' ছবিতে শাহরুখ খানের লুকের কথা মনে পড়তে পারে। 


গতকাল, নিজের স্টেস্টাসে একটি পোস্টারের ছবি শেয়ার করে নিয়েছিলেন অঙ্কুশ। সেখানে লেখা রয়েছে, 'প্রযোজক হিসেবে আমার প্রথম ছবির পোস্টার'। এর আগে একাধিকবার এই ছবি নিয়ে মুখ খুলেছেন অঙ্কুশ। বারে বারেই বলেছেন নিজের প্রত্যাশার কথা। এই ছবি তৈরি হওয়ার আগেই প্রযোজকের সঙ্গে কিছু সমস্যা হয়েছিল। আর সেই সময়েই নিজের প্রযোজনায় ছবি তৈরির সিদ্ধান্ত নেন অঙ্কুশ। এরপরে শুরু হয় ছবির কাজ। চলতি বছরের ঈদে মুক্তি পাবে এই ছবি। আজ জন্মদিন অঙ্কুশের, সম্ভবত সেই কারণেই 'মির্জা'-র ঝলক প্রকাশ্যে আনার জন্য আজকের দিনটিই বেছে নিয়েছেন অভিনেতা।


 






আরও পড়ুন: Hey Sokha: দিতিপ্রিয়া নেই, প্রেমের গল্পের সিক্যুয়েলে দিব্যজ্যোতির প্রেমিকা কে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।