নয়াদিল্লি: ক্রিকেট মাঠে অনেক সময় এমন অনেক ঘটনা ঘটে যায়, যাতে দর্শকরাই শুধু নন, খেলোয়াড়রাও অবাক হয়ে যান। এমনই একটি ঘটনা ঘটল বিগ ব্যাশ লিগের ম্যাচে। অ্যাডিলেড স্ট্রাইকার্সের ওপেনার ওয়েদারল্যান্ড একই বলে উইকেটের দুই প্রান্তেই রান আউট হলেন। দুই প্রান্তেই ক্রিজের বাইরেই থেকে গেলেন তিনি। ইনিংসের দশম ওভারে এই অদ্ভূত ঘটনা ঘটে। ওয়েদারল্যান্ডের সঙ্গী ব্যাটসম্যান ফিলিপ সল্ট  সিডনি থার্ডার্সের বোলার ক্রিস গ্রিনের দিকে শট খেলেন। বল গ্রিনের বাঁহাতে লেগে নন স্ট্রাইকার প্রান্তের উইকেটে লাগে।  নন-স্ট্রাইকার ওয়েদারল্যান্ড তখনও ক্রিজের বাইরেই ছিলেন। আর ওই সময় সল্ট তো আর বুঝতে পারেননি যে, বোলারের হাতে বল লেগে উইকেট ভেঙে দেওয়ার সময় ক্রিজের বাইরে ছিলেন গ্রিন। বল উইকেটে লেগে অন্যদিকে চলে যাওয়ায় তিনি একটা রান নিতে ডাকেন ওয়েদারল্যান্ডকে। কিন্তু ওয়েদারল্যান্ড তখন বলের দিকেই তাকিয়ে। পরে তিনিও সল্টের ডাকে সাড়া দিয়ে রান নিতে দৌড়ন। কিন্তু ততক্ষণে ফিল্ডার স্ট্রাইকার প্রান্তে বল ছুঁড়ে দিয়েছেন। উইকেটরক্ষক স্যাম বিলিং বল সংগ্রহ করে স্টাম্প ভেঙে দেন। তখন ওই প্রান্তেও ক্রিজের বাইরেই থেকে গেলেন ওয়েদারল্যান্ড।

কিন্তু যেহেতু একই ব্যাটসম্যানকে একই বলে দুবার আউট দেওয়া যায় না, সেহেতু নন-স্ট্রাইকিং প্রান্তেই তাঁকে রান আউট ঘোষণা করা হয়। ওয়েদারল্যান্ডকে প্যাভিলিয়নে ফিরতে হয়।



ওই সময় পরিস্থিতি এমনই হয়েছিল যে, দুই ব্যাটসম্যান একটা সময় একইপ্রান্তে চলে এসেছিলেন। যাই হোক, শেষপর্যন্ত নন-স্ট্রাইকিং প্রান্তের দিক থেকে অন্য প্রান্তে দৌড় শুরু করেন তিনি।

ম্যাচের ধারাভাষ্যকারও বুঝে উঠতে পারছিলেন না, ঠিক কী চলছে। এক ধারাভাষ্যকার বলেন, ওয়েদারল্যান্ড, করছে কী! এ তো ভয়ঙ্কর দৌড়।

রান আউটের সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানো হয়। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় যে, নন-স্ট্রাইকিং প্রান্তে স্টাম্প ভেঙে যাওয়ার সময় ওয়েদারল্যান্ডের ব্যাট শূন্যেই ছিল। কিন্তু যদি ওই প্রান্তে ক্রিজে ব্যাট মাটিতে থাকলেও রেহাই পেতেন না ওয়েদারল্যান্ড। রিপ্লেতে দেখা গিয়েছে, স্ট্রাইকিং প্রান্তের ক্রিজেও পৌঁছতে পারেননি তিনি।

শেষপর্যন্ত ৩১ রানে আউট হয়ে ফিরতে হয় তাঁকে।