অ্যাডিলেড: ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে উত্তেজক সমাপ্তির সম্ভাবনা জোরাল হচ্ছে। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ১০৪। জয়ের জন্য এখনও দরকার ২১৯ রান। অন্যদিকে, শেষ দিন জয়ের জন্য ভারতের দরকার ৬ উইকেট। ফলে আকর্ষণীয় হতে চলেছে আগামীকালের খেলা।


আজ দ্বিতীয় ইনিংসে ৩০৭ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। প্রথম ইনিংসে অসাধারণ শতরানের পর দ্বিতীয় ইনিংসেও ৭১ রান করেন চেতেশ্বর পূজারা। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও, দ্বিতীয় ইনিংসে ৭০ রান করলেন অজিঙ্কা রাহানে। লোকেশ রাহুল ৪৪ ও বিরাট কোহলি ৩৪ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে নাথান লিয়ন ৬ উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া মন্থর গতিতে ব্যাট করছে। ফিরে গিয়েছেন অ্যারন ফিঞ্চ (১১), মার্কাস হ্যারিস (২৬), উসমান খাওয়াজা (৮) ও পিটার হ্যান্ডসকম্ব (১৪)। দিনের শেষে ক্রিজে শন মার্শ (৩১) ও ট্রেভিস হেড (১১)। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত দু’টি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও মহম্মদ শামি।