তবে সচিনের এই মন্তব্যের সঙ্গে একমত নন ল্যাঙ্গার। তাঁর দাবি, ‘সচিন যে দলগুলির বিরুদ্ধে খেলেছেন, সেই দলগুলিতে অ্যালান বর্ডার, ডেভিড বুন, স্টিভ ওয়া, মার্ক ওয়া, রিকি পন্টিংরা ছিলেন। তাঁদের যেমন অভিজ্ঞতা ছিল, তেমনই জানতেন দল কী চাইছে। এই দলের ব্যাটসম্যানরা অনভিজ্ঞ।’ উইকেট নিয়ে আমাদের কোনও ক্রিকেটার এভাবে উল্লাস করলে তাকে সবচেয়ে খারাপ বলা হত, কোহলিকে খোঁচা ল্যাঙ্গারের
Web Desk, ABP Ananda | 08 Dec 2018 09:40 PM (IST)
অ্যাডিলেড: ভারতের বোলাররা অ্যাডিলেডে চলতি টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার একের পর এক উইকেট তুলে নেওয়ার পর অধিনায়ক বিরাট কোহলি যেভাবে উল্লাস প্রকাশ করছিলেন, সেটি ভাল চোখে দেখছেন না অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। তাঁর বক্তব্য, ‘ও (কোহলি) একজন সুপারস্টার এবং অধিনায়ক। আমার যতদূর মনে পড়ছে, অস্ট্রেলিয়ার ক্রিকেট দলে খেলার সময় বিপক্ষের অধিনায়ককে যতটা সম্ভব দমিয়ে রাখার কথা আলোচনা করতাম। খেলায় প্যাশন সবাই ভালবাসে। কিন্তু তাতে মাত্রা থাকা উচিত। আমরা একই কাজ করলে বিশ্বের সবচেয়ে খারাপ বলা হত।’ কিংবদন্তী সচিন তেন্ডুলকর ট্যুইট করেছেন, ‘আমি এর আগে কোনওদিন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের এত রক্ষণাত্মক মানসিকতা দেখিনি। ভারতীয় দলের এই পরিস্থিতির পূর্ণ সুযোগ নেওয়া উচিত এবং ম্যাচের উপর নিয়ন্ত্রণ আলগা করা উচিত নয়। রবিচন্দ্রন অশ্বিন কার্যকরী ভূমিকা পালন করছে এবং এখনও পর্যন্ত দলকে এগিয়ে থাকতে সাহায্য করছে।’