বুয়েনস আইরেস: ব্রাজিলের ক্যাপি কোয়েন্স ক্লাবের সদস্যদের নিয়ে যে বিমানটি আন্দিজ পর্বতমালায় ভেঙে পড়ে, সেই একই মডেলের বিমানে চড়ে গত মাসে প্রাক-বিশ্বকাপ খেলতে ব্রাজিল পাড়ি দিয়েছিল মেসি-সহ আর্জেন্তিনার জাতীয় দল। কলম্বিয়ার বিমান দুর্ঘটনার পর সামনে এসেছে এই নয়া তথ্য।

আর্জেন্তিনার ফুটবল অ্যাসোসিয়েশনের মুখপাত্র মিগুয়েল হির্শ স্বীকার করেছেন, আর্থিক সঙ্কট থাকায় তাঁরা সবচেয়ে কম ভাড়ার বিমানের টিকিট কেটেছিলেন। কোন মডেলের বিমান সেটা দেখা হয়নি। খরচ বাঁচানোই মূল উদ্দেশ্য ছিল।

বলিভিয়ার লা মিয়া সংস্থা থেকে বিমান ভাড়া করে ব্রাজিলের বেলো হরিজন্তে খেলতে গিয়েছিল আর্জেন্তিনার জাতীয় দল। বিমান ভাড়া নিতে চেয়ে ৬টি উড়ান সংস্থাকে চিঠি দেয় আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সবচেয়ে কম দর দেয় বলিভিয়ার লা মিয়া উড়ান সংস্থা। আর্থিক সঙ্কটে জেরবার আর্জেন্তিনার ফুটবল সংস্থা সেই দরপত্রটিকে লুফে নেয়। যদিও কোনও দুর্ঘটনা ঘটেনি। কিন্তু মেসিদের দেশের ফুটবল সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছেই। ঝুঁকি নিয়ে ফুটবলারদের এভাবে পাঠানোর সমালোচনায় সরব ফুটবল বিশ্ব।

এদিকে, কলম্বিয়ার বিমান দুর্ঘটনার পরে জানা যায়, বিমানে জ্বালানি কম ছিল। আর্জেন্তিনা ফুটবল সংস্থার দাবি, বিমানে জ্বালানি কম ভরে এভাবেই ব্যবসা চালাচ্ছে বলিভিয়ার ওই উড়ান সংস্থা। এ ব্যাপারে ভবিষ্যতে সতর্ক থাকার কথা ভেবেছে আর্জেন্তিনা ফুটবল সংস্থা।