মুম্বই: শাহরুখ খানের আগামী ছবি ‘রইস’-এ কেটে ছোট করা হল পাক নায়িকা মাহিরা খানের রোল।
ছবিতে মাহিরা অভিনয় করেছেন শাহরুখের প্রেমিকার ভূমিকায়। কিন্তু মূল গল্প তাঁকে নিয়ে নয়, বরং চোরাচালানকারী শাহরুখ খানের সঙ্গে পুলিশ নওয়াজউদ্দিন সিদ্দিকির সংঘর্ষ ঘিরে। ফলে তাঁর রোল ছাঁটাই করতে নির্মাতাদের সমস্যায় পড়তে হয়নি।
উরি সন্ত্রাসের প্রেক্ষিতে দেশজুড়ে আওয়াজ ওঠে, বলিউডে পাক শিল্পীদের কাজ করা বন্ধ করতে হবে। তা নিয়ে যাতে আরও কোনও বিতর্ক না হয়, সম্ভবত সে কথা মাথায় রেখেই মাহিরার রোল ছেঁটে দেওয়া হয়েছে।
গত ফেব্রুয়ারিতে ভারতে এসে ভুজ ও মুম্বইতে শাহরুখের সঙ্গে ছবির শ্যুট করেন মাহিরা। ছবির শুরুর দিকের কিছু অংশ ও একটি গান শ্যুট করেন তিনি। কিন্তু উরি সন্ত্রাস ও তারপরেও বারবার পাক হামলার জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে মাহিরার চরিত্র ছবিটিতে আদৌ কতটা থাকবে, তা নিয়ে সন্দেহ রয়েছে।
২৬ জানুয়ারি মুক্তি পাবে ‘রইস’।
‘রইস’-এ ছাঁটা হল মাহিরা খানের চরিত্র
ABP Ananda, Web Desk
Updated at:
03 Dec 2016 01:20 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -