মুম্বই: দিনকয়েক আগেই এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপগুলি নির্ধারিত হয়েছে। তারপর থেকেই উত্তেজনায় ফুটছে ভারতীয় ফুটবলপ্রেমীরা। কারণ নেমার জুনিয়র। নেমারের (Neymar Jr) আল হিলাল ও মুম্বই সিটি এফসি, উভয়েই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (AFC Champions League) গ্রুপ 'ডি'-তে রয়েছে। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে ভারতে খেলতে আসবেন ব্রাজিলিয়ান মহাতারকা। তবে তাঁর সামনে থাকবে নেমারকে রোখার কঠিন চ্যালেঞ্জ থাকবে। তিনি মুম্বই সিটি ফুলব্যাক তথা অধিনায়ক রাহুল ভেকে (Rahul Bheke)।

Continues below advertisement

সাম্প্রতিক এক সাক্ষাৎকার ভারতীয় ফুটবলার স্পষ্ট জানিয়ে দিচ্ছেন তাঁদের দলের অনেকেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সমর্থক এবং তাঁরা সকলেই রোনাল্ডোর আল নাসরের বিরুদ্ধে মাঠে নামার আশা করছিল। রাহুল বলেন, 'আমাদের দলের ফুটবলারর এই সৌদি ক্লাবগুলির বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে ছিল। অনেকেই রোনাল্ডোর বড় ভক্ত। ওরা তাই আল নাসরের মুখোমুখি হতে চাইছিল। আমরাও উৎসাহী ছিলাম এবং শেষমেশ প্রতিপক্ষ হিসাবে আল হিলালকে পেলাম। আমরা সকলেই ওদের বিরুদ্ধে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।'

নেমারকে আটকানোটা বড় চ্যালেঞ্জ হলেও, তিনি যে সেই চ্যালেঞ্জ নিতে তৈরি, সেকথাও জানান রাহুল। 'আমি তো ভীষণ উৎসাহী। ওদের বিরুদ্ধে খেলার জন্য তর সইছে না। আমি যদি সেই ম্যাচে খেলার সুযোগ পাই, তাহলে আমি এটুকু নিশ্চিত করবে যে নেমার জন্য নিজের সেরা ফুটবলটা খেলতে না পারে। দলের জন্য আমি এটুকুই করতে পারি।' বলেন তারকা ভারতীয় ডিফেন্ডার।

Continues below advertisement

 

গত সপ্তাহেই প্যারিস সঁ জরমেঁর থেকে সৌদি আরবের ক্লাব আল হিলালে বিরাট অঙ্কের চুক্তিতে দুই বছরের জন্য সই করেছেন নেমার। তাঁর হালকা চোট থাকায় গত সপ্তাহে তিনি দলের হয়ে মাঠে নামতে পারেননি। তবে নতুন ক্লাবের খেলোয়াড় হিসাবে তাঁকে ওইদিনই এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের সামনে আনা হয়। গতকাল থেকেই নতুন ক্লাবের হয়ে অনুশীলনও শুরু করে দিয়েছেন নেমার। এবার তাঁকে সেই ক্লাবের হয়েই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ভারতে আসতে হবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ দলের দায়িত্বে লক্ষ্মণ, কানিতকর হবেন মহিলা দলের কোচ?