কলকাতা: এই দলটাই আইএসএল জিতেছিল। কিন্তু হঠাৎ করেই এই দলটাকেই কেমন যেন ছন্নছাড়া লাগছে। মোহনবাগান সুপারজায়ান্টস আজ খেলতে নামবে ঢাকা আবাহনীর বিরুদ্ধে। গত ১ মাসে ডুরান্ড কাপ হোক বা কলকাতা লিগ, একেবারেই ভাল সময় যাচ্ছে না সবুজ মেরুন বাহিনী। ডার্বিতে হারতে হয়েছিল। কলকাতা লিগে হারতে হয়েছে। একমাত্র ডুরান্ড কাপের প্রথম ম্যাচে দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ আর্মিকে ৫-০ হারানো ব্যতিক্রমী ঘটনা। এই পরিস্থিতিতে আজ এএফসি কাপের দক্ষিণ জোনের গ্রুপ পর্বে পৌঁছানোর লড়াই হুয়ান ফেরান্দোর দলের কাছে।
দক্ষিণ জোনের বাছাই পর্বের প্রথম ম্যাচে নেপালের মাচিন্দ্রা এফসিকে ৩-১ ব্যবধানে হারিয়ে দিয়েছিল মোহনবাগান। আজ আবাহনীর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে পারলে গ্রুপ পর্বে জায়গা পাকা হবে। ফেরান্দো বলছেন, ''এই ম্যাচটা আমাদের কাছে ফাইনালের মতোই। ম্যাচে যা সম্ভব করব। একশো শতাংশ দিয়ে লড়াই করব। দুটো দলই একই লক্ষ্যে নামবে। তাই আগের ম্যাচের কথা মাথাতেই রাখতে চাই না। সেরা একাদশ নামিয়ে ম্যাচটা ৯০ মিনিটের মধ্যে শেষ করতে চাই।''
কাদের ম্যাচ?
আজ ২২ আগস্ট মোহনবাগান সুপারজায়ান্টস বনাম ঢাকা আবহনী এএফসি কাপের দক্ষিণ এশিয়া জোনের প্লে অফ ম্যাচ
কোথায় দেখবেন ম্যাচ?
টিভিতে এই ম্যাচ কোনও চ্যানেলে দেখা যাবে না
অনলাইন স্ট্রিমিং
মোহনবাগান সুপারজায়ন্টসের ফেসবুক পেজে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন দর্শকরা।
এএফসি কাপের এই ম্যাচকেই এখন ফাইনাল বলে মনে করছেন ফেরান্দো। তিনি বলছেন, ''ম্যাচটা সোজা হবে না। আমাদের কাছে এটাই ফাইনালে। একটা ফাইনালে যে লক্ষ্য নিয়ে খেলতে নামি আমরা, এখানেই সেই লক্ষ্য নিয়েই নামব। টানা ৯০ মিনিট ধরে ফোকাস বজায় রাখাটা খুবই জরুরি।'' আইএসএলে যেমন চারজনের বেশি বিদেশি মাঠে নামানো যায় না, এএফসি কাপে কিন্তু তা নয়, ছয় বিদেশিকে মাঠে নামানো যায়। যার জন্য আবাহনী আটজন বিদেশিকে সঙ্গে নিয়ে এসেছে। কিন্তু মোহনবাগান কি ছয় বিদেশিকে একসঙ্গে মাঠে নামাবে? বোধহয় না, প্রয়োজন হলে বিদেশির সংখ্যা বাড়ানো হতে পারে। তবে এই প্রসঙ্গে কোচের গলায় ভিন্ন সুর শোনা গেল। ফেরান্দো বলছেন, ''আমার মনে হয় দুই দলই তাদের সেরা এগারো নামানোর চেষ্টা করবে। আমার কাছে চার বিদেশি বা ছয় বিদেশি খেলানো বেশি গুরুত্বপূর্ণ নয়, দলের যে এগারোজনকে পরিকল্পনা অনুযায়ী প্রয়োজন হবে, যে এগারোজন সবচেয়ে ভাল অবস্থায় থাকবে, সেই এগারোজনকেই শুরু থেকে মাঠে নামাব। তাতে চারজন বিদেশি থাকবে, না ছ’জন সেটা গুরুত্বপূর্ণ নয়।''