এটিকে মোহনবাগান - ২ (রয় কৃষ্ণ, শুভাশিস বসু)                          বেঙ্গালুরু এফসি-০


মালে (মলদ্বীপ) : মেজাজে মরশুম শুরু মোহনবাগানের। এএফসি কাপের গ্রুপ ডি-র ম্যাচে বেঙ্গালুরু এফসিকে ২-০ গোলে হারিয়ে অভিযান শুরু করল এটিকে মোহনবাগান। প্রথমার্ধ শেষের মিনিট ছয়েক আগে সবুজ-মেরুন জার্সিধারীদের পক্ষে প্রথম গোল রয় কৃষ্ণের। আর দ্বিতীয়ার্ধ শুরুর মিনিটেই অপর গোল শুভাশিস বসুর। বেঙ্গালুরু এফসির পক্ষে বলের দখল বেশি থাকলেও ফাইনালে থার্ডে গিয়ে বারবার খেই হারায় সুনীল ছেত্রীর দল। অপরদিকে দুরন্ত মরশুম কাটানোর পর অধিনায়কের আর্মব্যান্ড পেয়ে প্রথম ম্যাচেই ফের একবার নিজেকে মেলে ধরেন ফিজির স্ট্রাইকার রয় কৃষ্ণ।  গোল লক্ষ্য করে নেওয়া শটের ক্ষেত্রে দুই দলই একে অপরকে টেক্কা দিয়েছে।


চলতি মরশুমে ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশন তথা প্রা এইএনএলের ক্লাব এইচএনকে সিবেনিকে খেলার সুযোগ পেয়েছে সবুজ-মেরুন শিবির ছেড়েছেন সন্দেশ ঝিংগান। যদিও তাঁকে ছাড়াই এএফসি কাপের প্রথম ম্যাচের বাধা ভালোভাবেই টপকেছে অ্যান্তোনিও হাবাসের দল। গ্রুপ ডিতে পরের ম্যাচে আগামী শনিবার (২১ অগাস্ট) মাজিয়া এফসি-র বিরুদ্ধে ম্যাচ মোহনবাগানের। আর আগামী মঙ্গলবার (২৪ অগাস্ট) ম্যাচ বসুন্ধরা কিংসদের বিরুদ্ধে।


বুধবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে স্প্যানিশ প্রশিক্ষক অ্যান্তোনিও হাবাসের চেনা প্রতি-আক্রমণে ভর করেই ম্যাচে এগোয় এটিকে মোহনবাগান। বেঙ্গালুরুর বলের দখল বেশি থাকলেও প্রয়োজনীয় রক্ষণে যাবতীয় আক্রমণ শুষে নেওয়া ও তারপর পাল্টা কাউন্টার অ্যাটাকে গোলের রাস্তা খোঁজা, চেনা স্ট্র্যাটেজিতে এশিয়ান মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতার গ্রুপপর্বের প্রথম ম্যাচে সফল সবুজ-মেরুন।



খেলার ৩৯ মিনিটের মাথায় বৌমাসের কর্নার গোলের দিকে হেড করেন শুভাশিস। যা গিয়ে পড়ে অরক্ষিত কৃষ্ণের কাছে। যা থেকে গোলের রাস্তা সহজেই খুঁজে নেন রয় কৃষ্ণ। আর ম্যাচের ৪৬ মিনিটে উইলিয়াসের পাশ ধরে এটিকে মোহনবাগানের পক্ষে দ্বিতীয় গোলটি করেন শুভাশিস।