কলকাতা: শ্রীলঙ্কার (Sri Lanka) ব্লু স্টারকে (Blue Star) ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পর এবার বাংলাদেশের (Bangladesh) আবাহনী লিমিটেড ঢাকাকে (Abahani Limited Dhaka) ৩-১ গোলে উড়িয়ে এএফসি কাপে (AFC Cup) গ্রুপ পর্যায়ে পৌঁছে গেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। আজ সবুজ-মেরুনের হয়ে হ্যাটট্রিক করলেন ডেভিড উইলিয়ামস (David Williams)। আবাহনীর হয়ে ব্যবধান কমান কোস্টারিকার স্ট্রাইকার ড্যানিয়েল কলিনড্রেজ (Daniel Colindres Solera)।
যুবভারতীতে জয় সবুজ-মেরুনের
আজ প্রিয় দলের জয় দেখার জন্য বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) ভিড় জমান প্রায় ৩২ হাজার সবুজ-মেরুন সমর্থক। তাঁদের সামনে নববর্ষের উপহার হিসেবে জয় এনে দিলেন উইলিয়ামস, হুগো বুমোস, লিস্টন কোলাসোরা। প্রথম থেকেই দাপট দেখিয়ে জয় পেল এটিকে মোহনবাগান। ম্যাচের সপ্তম মিনিটেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন উইলিয়ামস। তিনি ২৮ মিনিটে ব্যবধান বাড়ান। প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়েছিল এটিকে মোহনবাগান। ৬১ মিনিটে ব্যবধান কমায় আবাহনী। এরপর ৮৪ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন উইলিয়ামস।
এএফসি কাপে ভাল ফলের আশায় সবুজ-মেরুন সমর্থকরা
এবারের আইএসএল-এ প্লে অফে পৌঁছলেও, সেখানেই থেমে যায় গতবারের ফাইনালিস্ট এটিকে মোহনবাগানের লড়াই। সেমিফাইনালের প্রথম লেগে সবুজ-মেরুনকে ৩-১ গোলে হারিয়ে দেয় হায়দরাবাদ এফসি। এরপর দ্বিতীয় লেগে ১-০ গোলে জয় পায় এটিকে মোহনবাগান। কিন্তু গোলপার্থক্যে এগিয়ে থাকায় ফাইনালে চলে যায় হায়দরাবাদ। তারাই শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হয়।
গতবার এএফসি কাপে ইন্টার-জোন প্লে অফ সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল এটিকে মোহনবাগান। কিন্তু শেষপর্যন্ত উজবেকিস্তানের নাসাফ কারসির বিরুদ্ধে ০-৬ গোলে হেরে এএফসি কাপে সবুজ-মেরুনের দৌড় শেষ হয়। এবার অবশ্য আরও ভাল ফলের আশায় সবুজ-মেরুন জনতা।
তিনবারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে। মোহনবাগানের সঙ্গে মার্জ হওয়ার পর অবশ্য দু’টি মরসুমে চ্যাম্পিয়ন হতে পারেনি সবুজ-মেরুন শিবির। তবে এএফসি কাপে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখাচ্ছে এটিকে মোহনবাগান। এবারও দল ভাল জায়গায় যাবে বলে আশা করছেন সমর্থকরা।