WhatsApp Last Seen feature: গোপনীয়তা রক্ষায় আরও একধাপ এগোল হোয়াটসঅ্যাপ। এবার থেকে চাইলেই কিছু নির্দিষ্ট কনট্যাক্টসের ক্ষেত্রে 'লাস্ট সিন স্ট্যাটাস' গোপন রাখতে পারবেন আপনি। iOS-এর গ্রাহকদের জন্য এই সুবিধা দিতে চলেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। তবে আগেই অ্যান্ড্রেয়ড বিটা ইউজাররা পেয়েছে এই সুবিধা।
WhatsApp Update: কী সুবিধা এই ফিচারে ?
WaBetaInfo অনুসারে, বৈশিষ্ট্যটি এখন iOS-এর সাম্প্রতিক বিটা সংস্করণে দেখা গেছে। যারা বিটা প্রোগ্রামে সাইন আপ করেছেন তারা এই ফিচারটি ব্যবহার করতে পারবেন।এটি তাদের জন্য একটি দরকারি বৈশিষ্ট্য হিসাবে কাজে লাগতে পারে। চাইলেই এই ফিচারের মাধ্যমে ইচ্ছে অনুযায়ী কিছু কনট্যাক্টসের থেকে 'লাস্ট সিন স্ট্যাটাস' গোপন রাখতে পারবেন আপনি। অনেক সময় আপনি কখন হোয়াটস্যাপে অনলাইন রয়েছেন, তা জানাতে ইচ্ছে করে না কিছু লোককে। এই ক্ষেত্রে দারুণ কাজে দেবে এই 'লাস্ট সিন হাইড' ফিচার। বর্তমানে হোয়াটসঅ্যাপ আপনার পরিচিতি থেকে 'লাস্ট সিন হাইড' ফিচার রাখার জন্য তিনটি অপশন দিচ্ছে। সেখানেই লুকিয়ে রয়েছে যাবতীয় কারিগরি।
WhatsApp Last Seen feature: এই ফিচারে থাকবে তিনটি অপশন
প্রথমটি সবার (Everyone) জন্য দিয়েছে হোয়াটসঅ্যাপ। যেখানে আপনার 'লাস্ট সিন স্ট্যাটাস' সকলেই দেখতে পাবে। দ্বিতীয়টিতে কেবল আপানার পরিচিতরাই আপনার 'লাস্ট সিন স্ট্যাটাস' দেখার সুযোগ পাবে। আপনি যদি এই অপশন বেছে নেন, তবে আপনার 'লাস্ট সিন স্ট্যাটাস' কেবল কনট্যাক্টসের (My Contacts)-এর লোকজন দেখতে পারবেন। এরপরও একটি তৃতীয় বিকল্প রয়েছে। যেখানে Nobody মানে কেউ আপনার 'লাস্ট সিন স্ট্যাটাস' দেখতে পারবেন না। এর মানে, শেষবার আপনি কখন WhatsApp-এ অনলাইন ছিলেন তা কেউ জানতে পারবে না।
WhatsApp New Feature: এখানেই শেষ নয়। আগামী দিনে আরও বেশি আকর্ষণীয় হতে চলেছে হোয়াটসঅ্যাপ। আগামী মাসের জন্য কিছু নতুন আপডেট ঘোষণা করেছে কোম্পানি। এই নতুন ফিচারের মাধ্যমে বদলে যাবে গ্রুপে আলোচনার ভাবনা। অবশেষে হোয়াটসঅ্যাপে আসছে সবচেয়ে বড় অ্যাড কমিউনিটি ফিচার। এর পাশাপাশি পুরো চ্যাটিং অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করতে হোয়াটসঅ্যাপ কিছু বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আসছে।
আরও পড়ুন : WhatsApp Update: হ্যাক হয়েছে আপনার হোয়াটসঅ্যাপের কিউআর কোড ? কীভাবে বুঝবেন