কলকাতা: এএফসি কাপে বড় ব্যবধানে জিতল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। নেপালের মাছিন্দ্রা এফসিকে ৩-১ গোলে হারাল জুয়ান ফেরান্দোর দল। জোড়া গোল করলেন আনোয়ার আলি। মোহনবাগান জার্সিতে প্রথম গোল করলেন জেসন কামিংস।
তবু সামান্য অস্বস্তিও তৈরি হয়েছে সবুজ-মেরুন শিবিরে। কারণ, বুধবারের ম্যাচে চোট পেয়েছেন আশিক কুরুনিয়ান। মনে করা হচ্ছিল, তাঁর চোট বেশ গুরুতর। তবে ম্যাচ শেষে বাগান কোচ জুয়ান ফেরান্দো জানিয়েছেন, আশিকের চোট খুব একটা গুরুতর নয়। জুয়ান বলেছেন, 'পরপর ম্যাচ খেলতে হচ্ছে ফুটবলারদের। ফলে একটা সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে ফুটবলারদের চোট নিয়ে। তবে আশিকের চোট খুব একটা গুরুতর নয়। আগামীকাল আমরা জানতে পারব। তবে আশা করছি পরের ম্যাচে আশিককে নিয়ে কোনও সমস্যা হবে না। মেডিক্যাল টিম দেখছে ওকে।'
ম্যাচ শেষে বাগান কোচ আরও বলেছেন, 'আগের ম্যাচের প্রসঙ্গ আমি টানতে চাই না। এই ম্যাচে জিতেছি এটাই সবচেয়ে বড় কথা। আশা করছি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারব। সামনেই আমাদের অনেক গুরুত্বপূর্ণ ম্য়াচ রয়েছে। ফলে ধারাবাহিকতা ধরে রাখাটা আমাদের কাছে চ্যালেঞ্জিং হবে।'
ডুরান্ড কাপের ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে পরাজয় বা তারপর কলকাতা লিগের ম্যাচে পয়েন্ট নষ্টের দুঃস্বপ্ন ভুলে ঘুরে দাঁড়াল মোহনবাগান সুপার জায়ান্ট। বুধবার এএফসি কাপে (AFC Cup) দুর্দান্ত জয় ছিনিয়ে নিল মোহনবাগান (Mohun Bagan Super Giant)। নেপালের মাছিন্দ্রা এফসিকে ৩-১ গোলে হারাল জুয়ান ফেরান্দোর দল। জোড়া গোল করলেন আনোয়ার। মোহনবাগান জার্সিতে প্রথম গোল করলেন জেসন কামিংস।
ডার্বি হারের পর কলকাতা লিগের ম্যাচেও আটকে গিয়েছিল সবুজ-মেরুন শিবির। অবশেষে এএফসি কাপের ম্যাচে মাছিন্দ্রার বিরুদ্ধে ঘুরে দাঁড়াল মোহনবাগান। এই ম্যাচে জোড়া গোল করলেন আনোয়ার। ম্যাচে গোল করেন কামিংসও। প্রথমবার সবুজ-মেরুন জার্সিতে গোল করলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার। এরপর আগামী ২২ অগাস্ট ঢাকা আবাহনীর বিরুদ্ধে এএফসির প্লে-অফের ম্যাচে খেলবে মোহনবাগান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial