সিডনি: ফুটবলের অ্য়াশেজে জয় ব্রিটিশদের। মহিলা ফুটবল বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল ইংল্য়ান্ড (England Womens Football Team)। অস্ট্রেলিয়াকে (Australia Womens Football Team) ৩-১ গোলে হারিয়ে দিল তাঁরা। এর আগে ২০১৫ ও ২০১৯ দুবার এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেও ফাইনালের টিকিট হাতছাড়া করতে হয়েছিল। কিন্তু অবশেষে এবার আর সেই সুযোগ হাতছাড়া করলেন না ইংল্য়ান্ডের মেয়েরা (England Womens Football Team)। ক্রমতালিকায় অজিদের থেকে অনেক এগিয়ে ইংল্যান্ড। সেই হিসেবে খাতায় কলমেও এগিয়ে ছিল ব্রিটিশ ব্রিগেডই। খেলাতেও তারই প্রতিফলন দেখা গেল। খেলার শুরুতে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। অজি শিবির বারবার আক্রমণের চেষ্টা করলেও গোলমুখ খুলতে পারেনি। তার বদলে খেলার ৩৬ মিনিটের মাথায় ইংল্যান্ডের হয়ে গোল করেন এলা টুনে। সতীর্থ লরেন হেম্পের থেকে পাস পেয়ে বক্সের মধ্যে জোড়ালো শট করেন টুনে। বল অস্ট্রেলিয়ার জালে বল জড়ান তিনি। এরপর প্রথমার্ধে আর কোনও গোল কোনও দলই করতে পারেনি। 


দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমণ আরও একটু বাড়িয়ে দেন অস্ট্রেলিয়ার মেয়েরা। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্যাম কের নিজেই গোল করেন। বিশ্বমানের গোলে তিনি দলকে সমতা ফিরিয়েছিলেন। খেলার ৬৩ মিনিটে চোখ ধাঁধানো একটা গোল। দূরপাল্লার জোরালো শটে সমতা ফেরান স্যাম কের। ইংল্যান্ডের বিরুদ্ধে এই ফুটবলারের এটি ১০ নম্বর গোল ছিল। এরপর মুহুর্মুহু আক্রমণ করতে থাকেন ইংল্যান্ড। খেলার ৭১ মিনিটের মাথায় হেম্পের গোলের ফের এগিয়ে যায় ইংল্যান্ড। খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে অ্যালিসিয়া রুসো অজিদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। 


গতকাল সুইডেনকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় স্পেন। ২টো দলই হাড্ডাহাড্ডি লড়াই করে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তের গোলে সুইডেনকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পাকা করলেন স্পেনের মেয়েরা। ২-১ গোলে জয় ছিনিয়ে নিল স্পেন।


এদিনের ম্যাচে সুইডিস আর্মাডাকে সামলাতে ৪-৩-৩ ফর্মেশনে দল সাজিয়েছিলেন স্পেনের কোন। অন্যদিকে সুইডেনও আক্রমণাত্মক মেজাজেই খেলার ছক কষেছিল। তারা ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজিয়েছিল। খেলার শুরু থেকেই ২ দল তাঁদের ডিফেন্স শক্ত রেখেছিল। যার ফলে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে একদম শেষের দিকে ৮১ মিনিটের মাথায় প্রথমে গোল করে এগিয়ে যায় স্পেন। দলের হয়ে গোল করেন সালমা। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্পেন। ৮৮ মিনিটের মাথায় পাল্টা গোলে ম্যাচে সমতা ফেরায় সুইডেন। রেবেকা সুইডিশদের হয়ে সমতা ফেরান ম্যাচে। কিন্তু প্রতি আক্রমণে ফের স্পেনকে এগিয়ে দেন ওলগা কারমোনা। সুইডেন গোল করার এক মিনিটের মধ্যে ব্যবধান বাড়িয়ে নেয় স্পেন। দলের হয়ে জয়সূচক গোলটি করেন ওলগা ৮৯ মিনিটের মাথায়। এরপর সুইডেন অনেক চেষ্টা করেও আর ম্যাচে সমতা ফেরাতে পারেনি।