কলকাতা: ডার্বির আগে শহরে সবুজ মেরুন ঝড়। এএফসি কাপে পিছিয়ে পড়েও বাগানের দুর্দান্ত প্রত্যাবর্তন। গ্রুপ লিগে ঢাকার আবাহনীকে ৩-১ গোলে ওড়াল মোহনবাগান। গোল জেজে, বলবন্ত ও সনির। এদিনের জয়ে নিজেদের ফর্ম ধরে রাখল সঞ্জয় সেন ব্রিগেড। আর, ফিরতি ডার্বির আগে ফের একবার মর্গ্যানদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাটসুমিরা-বিনাযুদ্ধে নয় এক ইঞ্চি জমিও।
এদিন শুরু থেকেই ছিল আক্রমণ, পাল্টা আক্রমণ। ২১ মিনিটের মাথায় জোনাথন ব্রাউনের গোলে এগিয়ে যায় ঢাকার দল। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে সমতা ফেরান জেজে। আর, দ্বিতীয়ার্ধের শুরুতেই বলবন্তের ভেল্কি। কাতসুমির বাড়ানো বলকে বাঁ পায়ের জোরাল শটে জালে জড়াতে কোনও ভুল করেননি বলবন্ত। ম্যাচের শেষ মুহূর্তে সনি নর্ডির মিডাস টাচে স্কোরলাইন ৩-১।
এএফসি কাপের গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে জয়। আত্মবিশ্বাসে ফুটছে গোটা দল। কিন্তু, নজরে এখন আইলিগ। ফোকাসে এখন শুধুই ৯ এপ্রিল।
এএফসি কাপ: ঢাকার আবাহনীকে ৩-১ গোলে হারাল মোহনবাগান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Apr 2017 10:39 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -