ভুবনেশ্বর: ২৪ অক্টোবর, বসুন্ধরা কিংগসের বিরুদ্ধে এএফসি কাপের (AFC Cup 2023) ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান (Mohun Bagan Super Giant vs Bashundhara Kings)। সেই ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হল ভুবনেশ্বরে। ওড়িশার রাজধানীর কলিঙ্গ স্টেডিয়ামেই ওপার বাংলার দলের মুখোমুখি হবে কলকাতা জায়ান্টরা। ভারতীয় সময় অনুযায়ী রাত ৯.৩০টায় শুরু হবে সেই ম্যাচ। 


কলকাতার আরেক দল ইস্টবেঙ্গলের এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচও কলকাতা থেকে ভুবনেশ্বরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবার সরল মোহনবাগান ম্যাচও। আর দিনকয়েকের অপেক্ষা। তারপরেই শুরু বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। পুজোর কারণেই যে সেই সময় কোনও ম্যাচে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব হবে না। সেই কারণেই সবুজ মেরুন ও লাল হলুদের ম্যাচ কলকাতা থেকে ভুবনেশ্বরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 


 






শুধু এই দুই ম্যাচই নয়, একই কারণে ২৮ অক্টোবর কলকাতা ডার্বিও আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। ৫ অক্টোবর, বৃহস্পতিবারই ইন্ডিয়ান সুপার লিগ কর্তৃপক্ষের তরফে জানানো হয় সেই সময় কলকাতায় ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। সেই কারণেই ম্য়াচ স্থগিত করা হয়েছে। তবে ঠিক কবে এই ম্যাচ আয়োজন করা হবে, সেই নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।  


বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছেন জুয়ান ফেরান্দোর তত্ত্বাবধানে খেলা মোহনবাগান সুপার জায়ান্ট। নিজেদের গত ম্যাচে চেন্নাইয়িন এফসিকে হারিয়ে নাগাড়ে তিন নম্বর ম্যাচ জিতে নিয়েছে সবুজ মেরুন। তাই এই ম্যাচেও দুরন্ত ফর্মে থাকা সবুজ মেরুন জয়ের আশা নিয়েই মাঠে নামবে।


সারার জন্মদিনে সচিনের স্মৃতিচারণ


বাবা কিংবদন্তি ক্রিকেটার। তাই তিনি কী করেন, কোন পোশাক পরেন, কোন রেস্তোঁরায় খেতে যান, তা নিয়ে সবসময়ই থাকে কৌতূহল। তিনি, সারা তেন্ডুলকর (Sara Tendulkar)। কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কন্যা। বৃহস্পতিবার যিনি ২৬ বছর পূর্ণ করলেন। আর সচিন-কন্যা সারা তেন্ডুলকর ভাসলেন শুভেচ্ছাবার্তার বন্যায়।


মেয়ে সারার জন্মদিনে সচিন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ছবি পোস্ট করেন। ফেসবুকে পোস্টে দেখা যায় সচিন সারাকে কোলে নিয়ে বসে রয়েছেন। পাশে রয়েছেন স্ত্রী অঞ্জলি। সচিন ক্যাপশনে লিখেছেন, 'আমাদের চোখের মণি সারাকে জন্মদিনের শুভেচ্ছা।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ৭০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা, পেশাদার ফুটবলকে বিদায় জানালেন অ্যাজার