ব্রাসেল: পেশাদার ফুটবলকে বিদায় জানালেন এডেন অ্যাজার। ৩২ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের এই তারকা ফুটবলার। দেশের জার্সিতে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন কাতার বিশ্বকাপের পরই। এবার ক্লাব ফুটবলেও বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন অ্যাজার। অবসরের সিদ্ধান্ত বিষয়ে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি লিখেছেন, ''মনের কথা শুনে সঠিক সময়ে থামতে হয়। ১৬ বছরের ক্যারিয়ারে ৭০০-এর বেশি ম্যাচ খেলার পর পেশাদার ফুটবলকে বিদায় বলে দিচ্ছি।'' ক্লাব ফুটবলে চেলসি, রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলেছেন অ্যাজার।


২০০৭ সালে ক্লাব ফুটবলে যাত্রা শুরু বেলজিয়ামের এই মিডিওর। ফরাসি লিগের ক্লাব লিলের জার্সিতে প্রথমবার মাঠে নেমেছিলেন। এরপর ২০১২ সালে চেলসির সঙ্গে চুক্তিবদ্ধ হন। সেই ক্লাবের জার্সিতে ৭ মরসুম খেলে মোট ৩৫২ ম্যাচে মোট ১১০ গোল করেছিলেন। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে ২ বার প্রিমিয়ার লিগও জিতেছিলেন। ২০১৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। যদিও আশানুরুপ পারফরম্যান্স করতে পারেননি। চোট আঘাত বারবার কেরিয়ারে থাবা বসিয়েছে। রিয়ালের জার্সিতে চার বছরে মাত্র ৭৬ ম্যাচে মাঠে নামার সুযোগ পান অ্যাজার। এ সময়ে গোল করেছেন মাত্র সাতটি। রিয়ালের জার্সিতে জিতেছেন একটি চ্যাম্পিয়নস লিগ, দুইটি লা লিগা, একটি ক্লাব বিশ্বকাপসহ ইউরোপিয়ান সুপার কাপ, কোপা দেল রের শিরোপা। 


কয়েক মাস আগেই রিয়ালের তরফে অ্যাজারের চুক্তি বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। ক্লাবের তরফে এক বিবৃতিতে বলা হয়, 'রিয়াল মাদ্রিদ এবং এডেন অ্যাজারের মধ্যে একটি পারস্পরিক চুক্তি হয়েছে, যার মারফতে তিনি ৩০ জুন, ২০২৩ ক্লাব ছাড়তে চলেছেন। রিয়াল মাদ্রিদ তরফে অ্যাজার এবং তাঁর গোটা পরিবারের প্রতি অনেক ভালবাসা এবং ক্লাবের তরফে তাঁর নতুন সফরের জন্য আগাম শুভেচ্ছাও রইল।'


চেলসির হয়ে প্রিমিয়ার লিগে নিজের ফুটবলে সকলকে মন্ত্রমুগ্ধ করছিলেন অ্যাজার। তবে বেলজিয়ান তারকা স্পেনে নিজের সেরাটা তেমনভাবে দিতেই পারেননি। চোট আঘাতে জর্জরিত অ্যাজার লস ব্লাঙ্কোসের একাদশে না নিজের জায়গা পাকা করতে পেরেছেন, না সীমিত সুযোগে নিজের প্রতিভা মেলে ধরতে পেরেছেন। চার বছরে অ্যাজার রিয়ালের জার্সি গায়ে মাত্র ৭৬টি ম্যাচেই মাঠে নামতে পেরেছেন, করেছেন সাতটি গোল। লস ব্লাঙ্কোসের প্রত্যাশা মতো পারফর্ম করতে না পারায় অবশেষে ক্লাবই ছাড়ছেন তিনি, জানা গিয়েছিল। যদি রিয়ালের জার্সি গায়ে অ্যাজারের পরিসংখ্যান তাঁর যোগ্যতা প্রতি একেবারেই সুবিচার করে না। তবে এভার ফুটবলকেই বিদায় জানালেন অ্যাজার।