কুয়েত সিটি: অনুর্ধ্ব ২০ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে ইরাকের বিরুদ্ধে ২-৪ গোলে পরাজিত হল ভারতীয় দল। প্রথমার্ধ শেষে ভারত ২-১ এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করে পরাজিত হতে হল ভারতকে।


প্রথমার্ধের লিড


ভারতীয় দল ম্যাচের শুরুটা কিন্তু একেবারেই ভাল করেনি। দুই মিনিটের মধ্যেই পিছিয়ে পড়ে ভারত। আব্দুলরজ্জাক কাসিমের বাঁখ খাওয়ানো শটে এগিয়ে যায় ইরাক। গোল হজম করে তেড়েফুড়ে ম্যাচে ফেরার জন্য আক্রমণ শুরু করে ভারত। গুরকিত এবং টাইসন ভারতের হয়ে সুযোগ তৈরি করলেও, তা থেকে গোল আসেনি। তবে অবশেষে ২২ মিনিটে নাগাড়ে প্রতিপক্ষ রক্ষণকে চাপে ফেলার সুফল পায় ভারত। টাইসনের রক্ষণভেদী পাস থেকে গুরকিরতই ভারতকে সমতায় ফেরান। তার ১১ মিনিট পরে গুরিকতের পাস থেকে সুন্দর চিপ শটে মাহেসন ভারতকে এগিয়ে দেন। 


 






প্রথমার্ধে এগিয়ে থাকার পর, দ্বিতীয়ার্ধের শুরুটাও ভারতীয় দলই বেশি ভালভাবে করে। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় হিমাংশু ভারতের হয়ে ব্যবধান বৃদ্ধি করার সুযোগ পান। তবে ইরাক গোলরক্ষক তাঁর হেডার বাঁচিয়ে দেন। এই সুযোগের মিনিটখানেক পরেই হায়দর তৌফি ইরাকের হয়ে সমতা ফেরান। ৬২ মিনিটে দুর্দান্তভাবে আব্দুলরজ্জাকের শট বাঁচিয়ে দেন ভারতীয় গোলরক্ষক জাহিদ। তবে সাদিক তার মিনিটখানেক পরেই ইরাককে এগিয়ে দেন। ৭১ মিনিটে আজাদের ক্রস বিকাশের গায়ে লেগে গোলে ঢুকে যায়। ৪-২ এগিয়ে যায় ইরাক।


একগুচ্ছ সুযোগ


দুই গোলে পিছিয়ে পড়ে ফের একবার ম্যাচে ফেরার জন্য ঝাঁপিয়ে পড়ে ভারতীয় দল। অল্পের জন্য টাইসনের ক্রস থেকে গোল করতে ব্যর্থ হন সুহেল। গোল করার সুযোগ পান গুরকিরতও। নির্ধারিত সময়ের শেষ মিনিটে সুহেলের হেডার ক্রসবারে লাগে, ইনজুরি টাইমে অমনদীপের হেডার অল্পের জন্য গোলের বাইরে দিয়ে চলে যায়। এত সুযোগ তৈর করলেও অবশ্য আর গোল পায়নি ভারতীয় দল। ফলে প্রথম ম্যাচ হেরেই নিজেদের অভিযান শুরু করতে হল ভারতকে। রবিবার (১৬ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে ভারতীয় অনুর্ধ্ব ২০ দল।


আরও পড়ুন: দ্রুত পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে দল, ফাইনালের আগে সতীর্থদের প্রশংসায় ভরালেন হরমনপ্রীত