সিলেট: আজ, শনিবার (১৫ অক্টোবর) মহিলাদের এশিয়া কাপের (Women's Asia Cup 2022) ফাইনালে ভারত ও শ্রীলঙ্কা (INDW vs SLW) একে অপরের মুখোমুখি হতে চলেছে। নিজেদের সপ্তম এশিয়া কাপ খেতাব জয়ের জন্য মাঠে নামবে ভারতীয় দল। অপরদিকে, শ্রীলঙ্কা নিজেদের প্রথম খেতাব জয়ের লক্ষ্যে। ভারতীয় দল এই নিয়ে অষ্টমবার এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছে। বিগত সাত বারের মধ্যে ছয় বারই খেতাব জিতে এশিয়া কাপের সফলতম দল ভারত। নিজেদের রেকর্ড আরও বাড়ানোর লক্ষ্যে টিম ইন্ডিয়া।
ভারতীয় দল সেমিফাইনালে তাইল্যান্ডকে ৭৪ রানের বড় ব্যবধানে পরাজিত করে এশিয়া কাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে। অপরদিকে, শ্রীলঙ্কা রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র এক রানে পাকিস্তানের বিরুদ্ধে জয় পায়। গ্রুপ পর্বে ভারত-শ্রীলঙ্কার ম্যাচে জয় পেয়েছিল ভারত। খালি পাকিস্তান বাদে ছয় ম্যাচের মধ্যে বাকি সবকয়টি ম্যাচ জিতেই গ্রুপ শীর্ষে শেষ করেছিল ভারত। অপরদিকে, ভারত ছাড়াও পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল শ্রীলঙ্কাকে। এবার দেখার ফাইনালে কে জয় পায়।
কোথায় খেলা?
এশিয়া কাপের ফাইনালে ভারত ও শ্রীলঙ্কার ফাইনাল বাংলাদেশের সিলেটে আয়োজিত হবে।
কোন চ্যানেলে দেখবেন?
ভারত-শ্রীলঙ্কার ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
মোবাইলে কোথায় দেখা যাবে?
ভারত-শ্রীলঙ্কার ম্যাচ মোবাইলে হটস্টার অ্যাপে দেখা যাবে।
ক'টা থেকে শুরু ম্যাচ?
ভারত-শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচ শুরু শনিবার দুপুর ১টা নাগাদ। ম্যাচ শুরুর আধ ঘণ্টা আগে অর্থাৎ দুপুর ১২.৩০ টায় টস হবে।
আরও পড়ুন: কোহলি ও রোহিতের ভক্তদের ঝামেলায় প্রাণ হারালেন এক, তামিলনাড়ুর ঘটনায় তোলপাড়