কাবুল: বিশ্বকাপের আগে আসগর আফগানকে আফগানিস্তানের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হল। তিনটি ফর্ম্যাটে অধিনায়কত্বের ভার পৃথক করার লক্ষ্যে নেওয়া আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত রশিদ খান ও মহম্মদ নবির মতো সিনিয়ররা ভালোভাবে নেননি বলেই খবর।
বিশ্বকাপের দুই মাস আগে এই সিদ্ধান্ত নেওয়া হল। আফগানিস্তানের ক্রিকেট বোর্ড (এসিবি) তিনটি ফর্ম্যাটেই অধিনায়ক পদ থেকে সরিয়ে দিয়েছে আসগরকে। তাঁর পরিবর্তে রহমত শাহকে টেস্ট, গুলবাদিন নায়েবকে একদিন এবং রশিদকে টি ২০ দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বোর্ড।
২০১৫-তে অধিনায়ক হিসেবে নবির স্থলাভিষিক্ত হয়েছিলেন ৩১ বছরের আসগর। তাঁর নেতৃত্বে আফগানিস্তান দল আইসিসি-র পূর্ণ সদস্য হয়েছে এবং গতমাসে দেহরাদূনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয় পেয়েছে দল।
তাঁরই নেতৃত্বে ২০১৮-তে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আইসিসি বিশ্বকাপ কোয়ালিফায়ারে জয়ী হয়েছিল আফগানিস্তান। আসগরের অধিনায়কত্বে বিভিন্ন ফর্ম্যাটে আফগানিস্তান ৫৯ ম্যাচে ৩৭ টিতে জয়ী হয়েছে।
বোর্ডের এই সিদ্ধান্তকে একেবারেই ভালোভাবে নেননি রশিদ ও নবি। তাঁরা বর্তমানে আইপিএলে খেলছেন।
রশিদের ট্যুইট, এই সিদ্ধান্ত দায়িত্বজ্ঞানহীন ও পক্ষপাতদুষ্ট। এরসঙ্গে সহমত নন । বিশ্বকাপে আসগরকেই অধিনায়ক রাখা উচিত। তাঁর অধিনায়কত্ব দলের সাফল্যের ক্ষেত্রে সহায়ক। বিশ্বকাপের আগে এ ধরনের সিদ্ধান্ত দলের মনোবলে আঘাত হানতে পারে।
নবির ট্যুইট, বিশ্বকাপের আগে আসগরকে অধিনায়ক পদ থেকে সরানো একেবারেই সঠিক কাজ নয়।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বিশ্বকাপের আগে অধিনায়ক পদ থেকে আসগরকে সরিয়ে দিল আফগানিস্তান, অসন্তুষ্ট রশিদ, নবির মতো সিনিয়র প্লেয়াররা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Apr 2019 09:53 PM (IST)
২০১৫-তে অধিনায়ক হিসেবে নবির স্থলাভিষিক্ত হয়েছিলেন ৩১ বছরের আসগর। তাঁর নেতৃত্বে আফগানিস্তান দল আইসিসি-র পূর্ণ সদস্য হয়েছে এবং গতমাসে দেহরাদূনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয় পেয়েছে দল।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -