হারারে: ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই সাত উইকেটে হারিয়ে আইসিসি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে চ্যাম্পিয়ন হল আফগানিস্তান। দু’দলই আগামী বছরের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে।
ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ৪৬.৫ ওভারে ২০৪ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৪৪ রান করেন রভম্যান পাওয়েল। আফগানিস্তানের অফস্পিনার মুজিব-উর-রহমান ৪৩ রান দিয়ে ৪ উইকেট নেন। পেসার গুলাবদিন নায়েব ২৮ রান দিয়ে ২ উইকেট নেন।
২০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪০.৪ ওভারেই জয় পায় আফগানিস্তান। ওপেনার মহম্মদ শাহজাদ ৮৪ ও তিন নম্বরে নামা রহমত শাহ ৫১ রান করেন। ক্রিস গেইল জোড়া উইকেট নেন।
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আইসিসি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে চ্যাম্পিয়ন আফগানিস্তান
Web Desk, ABP Ananda
Updated at:
26 Mar 2018 09:13 AM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -