গতকালের ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তানের। ঢিমে গতির পিচে ২৪৯ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। পিচে স্ট্রোক খেলা খুবই কঠিন ছিল। এরপরও রহমত শাহ ৯০ বলে ৭২ রানের ইনিংস খেলেন। শ্রীলঙ্কার থিসারা পেরেরা পাঁচ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটিং দৈন্যতা ফের প্রকাশ্যে আসে। ৪১.২ ওভারে ১৫৮ রানে অলআউট হয়ে যায় তারা।
আসলে রান করতে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা অনেক বেশি সময় নিয়েছেন এবং প্রয়োজনের সময় রানের গতি বাড়াতে পারেননি। উপল থরাঙ্গা ৩৬ রান করেন। কিন্তু এজন্য ৬৪ বল খেলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই ৮৮ রানে চার উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। চাপের মুখে রিকোয়ার্ড রান রেট কমাতে গিয়ে বড় শট খেলার চেষ্টা করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। কিন্তু তাঁর চেষ্টা সফল হয়নি। ২২ রানে আউট হন তিনি। আফগানিস্তানের মুজিব উর রহমান, গুলবাদিন নাইব, রশিদ, মহম্মদ নবি দুটি করে উইকেট নেন।
আফগানিস্তানের কাছে শ্রীলঙ্কার এই অসহায় আত্মসমর্পণ নেটিজেনদের হতবাক করেছে। ট্যুইটারে ইউজারকারীরা জমিয়ে ট্রোল করেছেন শ্রীলঙ্কা দলকে।
এক ইউজার লিখেছেন, এক অংশগ্রহণকারী দল ভারত কোনও ম্যাচ খেলার আগেই এশিয়া কাপ থেকে বিদায় নিল শ্রীলঙ্কা। আন্তর্জাতিক একটি টুর্নামেন্টে এটা অদ্ভূত পরিস্থিতি।
একজনের ট্যুইট, আফগানিস্তানের কাছে শ্রীলঙ্কার এই হারকে কি ইন্দ্রপতন বলা যায়?
আর একজন লিখেছেন, বুঝতে পারছি না, শ্রীলঙ্কা কঠিন গ্রুপে পড়েছিল, নাকি আফগানিস্তান সহজ গ্রুপে পড়েছিল।