গ্রেটার নয়ডা: টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান হিসেবে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে টপকে গেলেন আফগানিস্তানের মহম্মদ শাহজাদ। এই তালিকায় শাহজাদ কোহলিকে টপকে চতুর্থ স্থানে উঠে এলেন। গ্রেটার নয়ডা গতকাল শাহজাদের ধ্বংসাত্মক ইনিংসে ভর করেই আয়ারল্যান্ডের সামনে ২৩৪ রানের লক্ষ্য রাখে আফগানিস্তান। জবাবে ২০৫ রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। এই নিয়ে গত ১১ টি টি-২০ ম্যাচে অপরাজিত আফগান-ব্রিগেড।

গতকালের ম্যাচে বিধ্বংসী মেজাজে ব্যাট করে ৭২ রান করেন আফগান উইকেটরক্ষক ব্যাটসম্যান শাহজাদ। এই ইনিংসের খেলেই তিনি টপকে গেলেন কোহলিকে। শাহজাদ ৫৮ টি টি-২০ ম্যাচ খেলে ৩২.৩৪ গড়ে ১৭৭৯ রান করেছেন। স্ট্রাইক রেট ১৩৬.৮৪।

অন্যদিকে টি-২০ তে ৫৩.৫০ গড়ে কোহলির রান ১৭০৯ রান। স্ট্রাইক রেট ১৩৪.৭৭। কোহলি অবশ্য শাহজাদের চেয়ে ১০ টি ম্যাচ কম খেলেছেন।

তালিকার শীর্ষে ব্রেন্ডন ম্যাকুলাম (২১৪০ রান)। দ্বিতীয় তিলকরত্নে দিলশান (১৮৮৯) এবং তৃতীয় মার্টিন গুপ্তিল (১৮০৬ রান)।