রাঁচি: হোলির দিন রাস্তার কুকুর বা অন্য প্রাণীদের উত্যক্ত না করার আর্জি জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ট্যুইটারে এক ভিডিও বার্তা এবং পোস্টে এই আর্জি জানিয়েছেন তিনি। ভারত অধিনায়ক অতীতেও পশুপ্রেমের পরিচয় দিয়েছেন। এবারের হোলিতেও তিনি বুঝিয়ে দিলেন, প্রাণীদের বিষয়ে তিনি সংবেদনশীল।


সবাইকে হোলির শুভেচ্ছা জানিয়ে বিরাট লিখেছেন, সবার হোলি যেন নিরাপদে এবং আনন্দে কাটে। সেইসঙ্গে রাস্তায় থাকা প্রাণীদের যাতে কোনওভাবে উত্যক্ত না করা হয়, তার দিকে নজর রাখতে হবে।