আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন আফ্রিদি
Web Desk, ABP Ananda | 20 Feb 2017 06:50 AM (IST)
শারজা: ২১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে ইতি টানলেন শাহিদ আফ্রিদি। টেস্ট ও একদিনের ক্রিকেট থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন, এবার টি-২০ থেকেও সরে গেলেন। আফ্রিদির অবসরে পাকিস্তান তথা বিশ্ব ক্রিকেট এক বর্ণময় চরিত্রকে হারাল। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ বলে শতরান করে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন আফ্রিদি। প্রথম ইনিংসটাই তাঁকে জনপ্রিয় করে তোলে। এরপর থেকে যত সময় গড়িয়েছে, ততই জনপ্রিয়তা বেড়েছে এই অলরাউন্ডারের। তিনি বিতর্কেও জড়িয়েছেন। এহেন আফ্রিদি এবার অবসর নিলেন। ২১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে মাত্র ২৭টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন মারকুটে ব্যাটসম্যান ও আক্রমণাত্মক স্পিনার আফ্রিদি। টেস্টে তাঁর রান ১,১৭৬। সর্বোচ্চ স্কোর ১৫৬। উইকেট নিয়েছেন ৪৮টি। একদিনের ও টি-২০ ক্রিকেটে আফ্রিদির রেকর্ড অনেক বেশি উজ্জ্বল। ২৯৮টি একদিনের ম্যাচে ৮,০৬৪ রান করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর ১২৪। উইকেট নিয়েছেন ৩৯৫টি। ৯৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে আফ্রিদি করেছেন ১,৪০৫ রান। উইকেট নিয়েছেন ৯৭টি।