অসমে একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন রিপন চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে আফ্রিদির জার্সি পরার অভিযোগ দায়ের করে বিজেপি-র যুব শাখা। এই অভিযোগে রিপনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ (বি) এবং ২৯৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এ বছরের গোড়ায় পাকিস্তানে বিরাট কোহলির এক ভক্তকে গ্রেফতার করা হয়। বাড়ির ছাদে ভারতের পতাকা লাগানোর অপরাধে তাঁর ১০ বছরের কারাদণ্ডও হয়। পরে অবশ্য জামিন পান সংশ্লিষ্ট ব্যক্তি।
আফ্রিদি এই দুটি ঘটনারই নিন্দা করে বলেছেন, ‘এই ধরনের ঘটনা অসহিষ্ণুতাকেই তুলে ধরে। এই ধরনের ঘটনার নিন্দা করা উচিত। কারণ, ভারত ও পাকিস্তান দু দেশেই একে অপরের ক্রিকেট ভক্ত আছে। তাদের শুধু ক্রিকেট ভক্ত হিসেবেই দেখা উচিত।’