করাচি: তাঁর ১০ নম্বর খোদাই করা জার্সি পরার অপরাধে এক যুবক গ্রেফতার হওয়ায় দুঃখপ্রকাশ করলেন পাকিস্তানের অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। তাঁকে উদ্ধৃত করে পাকিস্তানের একটি সংবাদপত্র বলেছে, ‘এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলা দুঃখজনক।’ বিষয়টি দেখার জন্য আফ্রিদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন করবেন বলেও জানিয়েছে সংবাদপত্রটি।
অসমে একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন রিপন চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে আফ্রিদির জার্সি পরার অভিযোগ দায়ের করে বিজেপি-র যুব শাখা। এই অভিযোগে রিপনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ (বি) এবং ২৯৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এ বছরের গোড়ায় পাকিস্তানে বিরাট কোহলির এক ভক্তকে গ্রেফতার করা হয়। বাড়ির ছাদে ভারতের পতাকা লাগানোর অপরাধে তাঁর ১০ বছরের কারাদণ্ডও হয়। পরে অবশ্য জামিন পান সংশ্লিষ্ট ব্যক্তি।
আফ্রিদি এই দুটি ঘটনারই নিন্দা করে বলেছেন, ‘এই ধরনের ঘটনা অসহিষ্ণুতাকেই তুলে ধরে। এই ধরনের ঘটনার নিন্দা করা উচিত। কারণ, ভারত ও পাকিস্তান দু দেশেই একে অপরের ক্রিকেট ভক্ত আছে। তাদের শুধু ক্রিকেট ভক্ত হিসেবেই দেখা উচিত।’
অনুরাগী গ্রেফতার, মোদীর হস্তক্ষেপ চাইবেন আফ্রিদি
Web Desk, ABP Ananda
Updated at:
21 Dec 2016 04:39 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -