মুম্বই: বলিউডে এখন অভিষেকের জন্যে একাধিক তারকা সন্তান অপেক্ষা করছেন। এছাড়া পর্দার সামনে ও পিছনে বহু তারকা সন্তান কাজও করছেন বিভিন্ন ভূমিকায়। বলিউড ইন্ডাস্ট্রিতে মূলত স্বজনপোষণ সংস্কৃতিই এখন চলছে, এক সাক্ষাত্কারে এমনই মন্তব্য করলেন অভিনেত্রী কৃতি সানোন। সদ্য বলিউডে পা রেখেছেন তিনি। তাঁর দাবি, এখানে তারকা সন্তানরা যেভাবে সুযোগ, সুবিধা পান, তাঁদের মধ্যে থেকে সাধারণেরা অনেক সময়ই সেই ভিড়ে হারিয়ে যান। যদিও এরমধ্যেই কৃতি কোনও সমর্থন ছাড়া ও গডফাদারের সাহায্য ছাড়াই বলিউডে নিজের জন্যে একটি শক্তপোক্ত জায়গা তৈরি করে ফেলেছেন।


কৃতির একটাই অভিযোগ, বলিউডে কোনও কারণ ছাড়াই বিশেষ গুরুত্ব পান তারকা সন্তানরা। কারণ, বলিউডে লোকজনরা তাঁদের ছোট থেকেই চেনেন। তারপর সেই তারকা সন্তানরা যখন ছবি করার জন্যে প্রস্তুতি নেন, তখন বলিউডের বহু প্রতিষ্ঠিত পরিচালক-প্রযোজক তাঁদের সুযোগ দেন, মন্তব্য কৃতির। তবে এরমধ্যে তাঁদের মতো বহিরাগতদের জন্যেও দরজা খুলে রেখেছে ইন্ডাস্ট্রি। তাঁরা নিজেদের প্রতিভার ওপর ভিত্তি করেই দর্শক মনে নিজেদের জায়গা করে নিচ্ছেন।

সম্প্রতি কৃতি ‘রাবটা’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন সুশান্ত সিংহ রাজপুত।