নয়াদিল্লি: তাঁর নামাঙ্কিত স্বেচ্ছাসেবী সংগঠনকে ব্যাট দান করার জন্য ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে ধন্যবাদ জানালেন পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান শাহিদ আফ্রিদি।


টুইটারে আফ্রিদি লেখেন, ফাউন্ডেশনের সমর্থনে এগিয়ে আসার জন্য বিরাট তোমাকে ধন্যবাদ। তোমার মত বন্ধু ও সমর্থকরা নিশ্চিত করে যে, সকলের জন্য আশা রয়েছে। এর সঙ্গে কোহলি যে ব্যাট দান করেছেন, তার ছবিও পোস্ট করেন আফ্রিদি।


https://twitter.com/SAfridiOfficial/status/892343260034850816

এই প্রথম নয়। এর আগে গত এপ্রিল মাসে আফ্রিদি যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন, সেই সময় নিজের টিম-শার্টে ভারতীয় দলের সকল সদস্যদের স্বাক্ষর নিয়ে আফ্রিদিকে উপহার দিয়েছিলেন কোহলি।


লন্ডনের একটি নিলামে ওই শার্টের দর ৩ লক্ষ টাকা ওঠে। সেখানে আফ্রিদির উদ্দেশে একটি বার্তাও দেন কোহলি। লেখেন, শাহিদ ভাই, শুভ কামনা। তোমার বিরুদ্ধে খেলাটা সর্বদা উপভোগ্য ছিল।