নয়াদিল্লি: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভারতে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শাহিদ আফ্রিদি। তাঁর আহ্বান, দুদেশের উচিত শান্তি ও সহিষ্ণুতার লক্ষ্যে এগিয়ে চলা।
এদিন আফ্রিদি নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, শুভ স্বাধীনতা দিবস ভারত। প্রতিবেশীদের পরিবর্তন করার যখন কোনও পন্থা নেই, তখন শান্তি, সহিষ্ণুতা ও ভালবাসার জন্য চেষ্টা চালানো উচিত। আশা করি মানবতা বজায় থাকবে।
[embed]https://twitter.com/SAfridiOfficial/status/897155638580707328[/embed]
এদিন দেশজুড়ে পালিত হচ্ছে ৭১ তম স্বাধীনতা দিবস। পাকিস্তান একদিন আগে, অর্থাৎ সোমবার এই দিবস উদযাপন করেছে।
ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অফ্রিদির
Web Desk, ABP Ananda
Updated at:
15 Aug 2017 05:15 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -