নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ৮৬ রানে হেরে গিয়েছে ভারত। ৩২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় দল ৫০ ওভারে ২৩৬ রান করে অল আউট হয়ে যায়।
এই ম্যাচে ইংল্যান্ড বোলারদের মোকাবিলা করতে ব্যর্থ হয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। ৬০ রানের মধ্যেই ফিরে যান তিন ব্যাটসম্যান। সুরেশ রায়না ও অধিনায়ক বিরাট কোহলি ছাডা অন্য ব্যাটসম্যানরা বড় কোনও পার্টনারশিপ করতে পারেননি। রায়না ৪৬ এবং কোহলি ৪৫ রান করেন। এই দুই ব্যাটসম্যান বাউন্ডারির থেকে ছুটেই বেশিরভাগ রান করেছে। দুজনে সবমিলিয়ে তিনটি বাউন্ডারি মেরেছেন। শুধু এই দুই ব্যাটসম্যানের ক্ষেত্রেই নয়, পুরো ভারতীয় ইনিংসেই একই ঘটনা ঘটেছে। ইংল্যান্ডের আঁটোসাঁটো বোলিংয়ের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানরা মাত্র ১৬ টি চার মারতে পেরেছেন।কিন্তু একটিও ওভারবাউন্ডারি মারতে পারেননি তাঁরা।
২০১১-র পর ভারতের এই প্রথম কোনও একদিনের ম্যাচে এই ঘটনা ঘটল। শেষবার পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতীয় দল একটি ছক্কাও মারতে পারেননি। ওই ম্যাচে মোট ২৮ টি বাউন্ডারি মেরেছিল ভারত। এরমধ্যে সচিনের ব্যাট থেকে এসেছিল ১১ টি।বীরেন্দ্র সহবাগ মেরেছিলেন ৯ টি চার।ওই ম্যাচ জিতেছিল ভারত।