মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে ভারতের ১৫ সদস্য দল ঘোষণার পর সকলের মুখেই ছিল আশিষ নেহরার নাম। যুবরাজ সিংহ, সুরেশ রায়না ও অমিত মিশ্রর মতো সিনিয়র ক্রিকেটারদের ফিটনেসের কারণে যখন দলের বাইরে রাখা হয়, তখন নেহরার কামব্যাক সকলকেই আশ্চর্য করেছিল।


৯ মাস বাদে দলে ফিরে এবার অবসরের কথা ভাবছেন নেহরা। এমনটাই সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে না সম্ভব হলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী টি ২০ সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন দিল্লির এই পেসার।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, নিউজিল্যান্ড দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে আগামী ১ নভেম্বর টি ২০ ম্যাচ খেলবে। এরফলে ঘরের মাঠে সাড়ম্বরে অবসরের একটা মঞ্চ নেহরা পাবেন।

বিরাট কোহলির দলে ফিটনেসের যে মাণ ধার্য হয়েছে তাতে অভিজ্ঞ এই পেসার জানেন যে, ৩৮ বছর বয়সে তা ধরে রাখা সম্ভব নয়।

উল্লেখ্য, নেহরা অভিজ্ঞ বোলার। দলের তরুণ পেসাররা তাঁর সান্নিধ্যে উপকৃত হওয়ার কথা জানিয়েছেন।