মুম্বই: ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে কেনিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে ভারতকে শুধু চ্যাম্পিয়ন করাই নয়, আন্তর্জাতিক ম্যাচে গোল সংখ্যায় আর্জেন্তিনার তারকা লিওনেল মেসিকে ছুঁয়েও ফেললেন সুনীল ছেত্রী। তিনি ১০২ ম্যাচে ৬৪ গোল করেছেন। মেসিও ৬৪ গোল করেছেন। তবে তিনি ১২৪টি ম্যাচ খেলেছেন। ফলে ম্যাচ পিছু গোলের গড়ে মেসির চেয়ে এগিয়ে সুনীল। বর্তমানে যাঁরা খেলছেন, তাঁদের মধ্যে গোল সংখ্যায় সুনীল ও মেসির চেয়ে এগিয়ে শুধু পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি ১৫০ ম্যাচে ৮১ গোল করেছেন।



ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রতিটি ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন সুনীল। এই প্রতিযোগিতাতেই তিনি শততম আন্তর্জাতিক ম্যাচ খেলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার ছাড়া বাকি সব ম্যাচেই জিতেছে ভারতীয় দল। ফাইনালেও ম্যাচের নায়ক সুনীল। ভারতের অধিনায়কের এই পারফরম্যান্সে মুগ্ধ ফুটবলপ্রেমীরা। তাঁরা সুনীলের উচ্ছ্বসিত প্রশংসা করছেন। প্রাক্তন ফুটবলাররাও ৩৩ বছর বয়সি এই ফুটবলারের প্রশংসা করছেন। এমনকী, অন্যান্য ক্ষেত্রের তারকারাও সুনীলকে অভিনন্দন জানাচ্ছেন। ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগরা।