ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রতিটি ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন সুনীল। এই প্রতিযোগিতাতেই তিনি শততম আন্তর্জাতিক ম্যাচ খেলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার ছাড়া বাকি সব ম্যাচেই জিতেছে ভারতীয় দল। ফাইনালেও ম্যাচের নায়ক সুনীল। ভারতের অধিনায়কের এই পারফরম্যান্সে মুগ্ধ ফুটবলপ্রেমীরা। তাঁরা সুনীলের উচ্ছ্বসিত প্রশংসা করছেন। প্রাক্তন ফুটবলাররাও ৩৩ বছর বয়সি এই ফুটবলারের প্রশংসা করছেন। এমনকী, অন্যান্য ক্ষেত্রের তারকারাও সুনীলকে অভিনন্দন জানাচ্ছেন। ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগরা।