নয়াদিল্লি: কয়েক হাজার কোটি টাকার ঋণখেলাপি লিকার ব্যারণ বিজয় মাল্য বহাল তবিয়তে রয়েছেন লন্ডনে। ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির খাতায় ফেরার তিনি। মাল্য বর্তমানে ইংল্যান্ডে শরনার্থী হিসেবে রয়েছেন। তাঁর প্রত্যপর্ণের জন্য ভারত সরকার চেষ্টা চালাচ্ছে। এ সবের মধ্যেও মাল্যর দৈনন্দিন বিলাসবহুল জীবনে কোনও ভাঁটা পড়েনি। এজবাস্টনে ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছিল তাঁকে। এবার ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির ফাউন্ডেশন আয়োজিত একটি নৈশভোজে দেখা গেল তাঁকে। সেবামূলক কাজের জন্য অর্থ সংগ্রহের জন্য আয়োজিত কোহলি ফাউন্ডেশনের চ্যারিটি ডিনারে মাল্যকে দেখে  বিতর্ক এড়াতে তড়িঘড়ি চলে যেতে হল ভারতীয় দলের সদস্যদের।

অনুষ্ঠানে উপস্থিত বিসিসিআই-এর এক সূত্র থেকে জানা গেছে, মাল্যকে দেখে 'অস্বস্তি'তে পড়েন কোহলি ও ভারতীয় দল।

বিসিসিআইয়ের ওই সূত্র জানিয়েছে, কোহলি বা তাঁর ফাউন্ডেশন কখনই মাল্যকে আমন্ত্রণ করেনি। কিন্তু সাধারণভাবে চ্যারিটি ডিনারে কেউ টেবিল বুক করলে তিনি তাঁর অতিথিদের নিমন্ত্রণ জানাতে পারেন। এক্ষেত্রেও কেউ একজন যিনি টেবিল বুক করেছেন, তিনি মাল্যকে ডেকেছিলেন।

ওই সূত্রটি আরও বলেছে, মাল্যকে সম্পূর্ণ এড়িয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। মাল্য আসাতেই নৈশভোজের আসর থেকে দ্রুত চলে যেতে হয় টিম ইন্ডিয়ার সদস্যদের।