সেন্ট পিটারসবার্গ:  ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের সময় কোন দল জিতবে, কোন দল শীর্ষে পৌঁছবে, কে হারবে, সেই সমস্ত ভবিষদ্ববাণী করে জনপ্রিয় হয়েছিল অক্টোপাস পল। এবার সেই কাজটি করবে রাশিয়ার এক সাদা বেড়াল। কালা, সাদা বেড়ালটির নাম আচিলস খুব শিগগিরই তার কাজ শুরু করবে।

২০১০ সালে অক্টোপাস পল সেবারের সম্ভাব্য বিশ্বকাপজয়ী দল নির্বাচন করেছিল দুটি খাবারে ঠাসা বাক্স থেকে নিজের পছন্দের খাবার তুলে নিয়ে। এবার বেড়াল সেই কাজটি করবে তার সামনে রাখা বাটিতে থাকা পতাকা থেকে। বাটিগুলোর মধ্যে রাখা থাকবে দলের পতাকাগুলো। সেখান থেকেই সে তুলে নেবে সম্ভাব্য জয়ী টিমের পতাকা।

আচিলস অন্য পাঁচটা সাদা বেড়ালের মতোই ভীষণ সুন্দর, নীল চোখের মণি। কালা হওয়ায় আচিলসের অনুমান করার ক্ষমতা অসাধারণ। এই বেড়াল নিজের হৃদয় দিয়ে দেখে।

আচিলস এতদিন পর্যন্ত থাকত সেন্ট পিটারসবার্গের হারমিটেজ জাদুঘরে। এবার বিশ্বকাপে তার কাজ শুরু হওয়ার আগে বেড়ালকে নিয়ে এসে রাখা হবে ক্যাট রিপাবলিক ক্যাফেতে। গোটা টুর্নামেন্টের সময়টায় বেড়ালটি এখানেই থাকবে। তবে অক্টোপাস পলের মতোই জনপ্রিয় হয় কিনা এই বেড়াল, সেটা একমাত্র সময়ই বলে দেবে।