নয়াদিল্লি: দেশে ফিরলেন সাক্ষী মালিক। ভোর ৩.৫০ নাগাদ দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান হরিয়ানার কয়েকজন মন্ত্রী।


আজ রোহতকে সাক্ষীর গ্রাম মখরা খাসে সম্বর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে যোগ দেবেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। অলিম্পিক্স পদকজয়ী ভারতীয় কুস্তিগীরের হাতে পুরস্কারমূল্য হিসেবে তুলে দেওয়া হবে আড়াই কোটি টাকা। সাক্ষী জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন। এদিকে, সাক্ষীর অলিম্পিক্স পদক জয়ে উচ্ছ্বসিত তাঁর পরিবার। বোন যা চাইবে, এবার তাই দেব, প্রতিক্রিয়া সাক্ষীর দাদার।

অভ্যর্থনায় উচ্ছ্বসিত সাক্ষী বলেন, দেশের জন্য মেডেল আনা তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ছিল। গত ১২ বছর ধরে এর জন্য তৈরি হচ্ছিলেন তিনি। অসাধারাণ মুহূর্ত।
গতকালই সাক্ষী টুইট করেছিলেন, 'আ রাহি হুঁ ম্যায়, আপনে দেশ আপনে ঘর!' ঘরের মেয়ে ফিরে এল ঘরে।