এই অপ্রত্যাশিত উপহার পেয়ে স্বভাবতই আনন্দিত ধোনি ছবি তুলে ট্যুইটারে দিয়ে দেন। তিনি এই উপহারের জন্য দলের সদস্যদের ধন্যবাদ জানান।
জিম্বাবোয়ে সফরে একঝাঁক তরুণ ক্রিকেটারদের নিয়ে গিয়েছিলেন ধোনি। দুর্বল জিম্বাবোয়ের বিরুদ্ধে না খেলে বিশ্রাম নেন অধিকাংশ সিনিয়র ক্রিকেটার। ধোনিও বিশ্রাম নিতেই পারতেন। কিন্তু আগামী কয়েক মাসে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেট খেলবে না ভারতীয় দল। সেই কারণেই জিম্বাবোয়েতে যান ধোনি।
একদিনের সিরিজ সহজেই ৩-০ ফলে জেতে ভারত। টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই ২ রানে হেরে গিয়ে ধাক্কা খান ধোনিরা। তবে পরের দুটি ম্যাচ জিতে সিরিজের দখল নিয়েছে ভারত। এই সিরিজে ধোনি বিশেষ সাফল্য না পেলেও, তরুণ ক্রিকেটাররা দলের প্রাপ্তি।
বুধবার সিরিজের শেষ টি-২০ ম্যাচে চোখে সামান্য আঘাত পান ধোনি। এরপর তাঁর মন ভাল করার জন্যই উপহার হিসেবে কফি পাঠানো হয়।