মুম্বই: ভারতে করোনা ভাইরাসের অভিশাপ নেমে আসা ইস্তক তিনি সাধারণ মানুষের কাছে যেন রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়েছেন। তিনি, অভিনেতা সোনু সুদ। কারও চিকিৎসার ব্যবস্থা করতে হবে, সোনু সুদ হাজির। কারও বাড়িতে পৌঁছে দিতে হবে ওষুধ বা ইঞ্জেকশন, সোনু সুদ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। পরিযায়ী শ্রমিকদের ফেরার ব্যবস্থা করেছেন নিজের খরচে। এমনকী, লকডাউনে কাজ হারিয়েছেন যাঁরা, তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিচ্ছেন পর্দার খলনায়ক। 'দবং' সিনেমার ছেদি সিংহ আমজনতার কাছে সুপারম্য়ান-সম।


এবার তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হরভজন সিংহের দিকে। কর্নাটকের এক কোভিড আক্রান্ত রোগীর জন্য এই মুহূর্তে প্রয়োজন রেমডিসিভির। সেই জন্য ট্যুইট করেছিলেন ভাজ্জি। পঞ্জাবের তারকা ক্রিকেটার কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বুধবার ভারতের কিংবন্তি অফস্পিনারের ট্যুইট ভাইরাল হতেই জবাব দিলেন সোনু সুদ। সোশ্যাল মিডিয়াতেই জানিয়ে দিলেন যে, তিনি হরভজনকে সাহায্যের জন্য তৈরি।


বুধবার হরভজন ট্যুইট করেছিলেন, ‘কর্নাটকের বাসাপ্পা হাসপাতালে একজন রোগী ভর্তি আছেন। তাঁর চিকিৎসার জন্য রেমডেসিভির দরকার’। সেই ট্যুইট দেখেই সোনু উত্তর দেন, ‘ভাজ্জি, ব্যবস্থা হয়ে যাবে’।



গত বছর দেশজুড়ে লকডাউনের জন্য পরিযায়ী শ্রমিকরা আটকে গেলে সোনু সুদ নিজের টাকায় বাসের ব্যবস্থা করে অসংখ্য পরিযায়ী শ্রমিককে বাড়ি পাঠিয়েছিলেন। ভারতের বিভিন্ন রাজ্যে কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই সাধারণ মানুষের সাহায্য করার জন্য ফের এগিয়ে এসেছেন সোনু। দিনকয়েক আগে ক্রিকেটার সুরেশ রায়না ও অভিনেত্রী নেহা ধুপিয়াকেও সাহায্য করেছিলেন সোনু। এবার পাশে দাঁড়ালেন হরভজনের।


দেশের বিভিন্ন স্থানে জোগানের ব্যবস্থা করতে ফ্রান্স ও অন্যান্য দেশ থেকে অক্সিজেন প্ল্যান্ট আনছেন সোনু। দিল্লি ও মহারাষ্ট্র সহ দেশের সর্বাধিক করোনা বিধ্বস্ত রাজ্যগুলিতে অনন্ত চারটি অক্সিজেন প্ল্যান্ট বসানোর পরিকল্পনা করেছেন সোনু সুদ। তিনি বলেছেন, 'অক্সিজেন সিলিন্ডারের অভাবে বহু মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমরা অক্সিজেন সিলিন্ডার হাতে পেয়েছি এবং সেগুলি লোকজনকে দেওয়া হচ্ছে। এই অক্সিজেন প্ল্যান্টগুলি থেকে  হাসপাতালগুলিতে সরবরাহের পাশাপাশি অক্সিজেন সিলিন্ডারগুলি ভর্তি করা যাবে। এর ফলে কোভিড আক্রান্ত রোগীদের জন্য সেগুলি কাজে আসবে।'